Bangla Video: এই প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা দেখলে আপনিও নিজের সন্তানকে পাঠাতে চাইবেন না!
- Reported by:Bonoarilal Chowdhury
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
Bangla Video: বিদ্যালয়ের সামনে এভাবে জল জমে থাকার বিষয়টি বেশ আশ্চর্যজনক। রীতিমত পায়ের জুতো হাতে নিয়ে ক্ষুদে পড়ুয়াদের প্রবেশ করতে হচ্ছে বিদ্যালয়ে
পূর্ব বর্ধমান: বিদ্যালয়ে প্রবেশ করার রাস্তায় জমে রয়েছে হাঁটু সমান জল। সেই জল পেরিয়েই প্রতিদিন বিদ্যালয়ে প্রবেশ করতে হচ্ছে ছাত্র-ছাত্রীদের। মাঝে মধ্যেই কাদা জলের মধ্যে পড়ে গিয়ে আঘাতও পেয়েছে তাদের মধ্যে অনেকে। পূর্বস্থলী-২ ব্লকের কাষ্ঠশালি চড় অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা।
পূর্ব বর্ধমানের এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুদ্ধদেব বিশ্বাস জানান, দীর্ঘদিন ধরেই স্কুলের এই রাস্তায় অল্প বৃষ্টি হলেই এক হাঁটু জল জমে যায়। এই জল জমে থাকার কারণে ছোট ছোট পড়ুয়াদের স্কুলে আসতে খুবই সমস্যা হয়। অনেক অভিভাবক তাঁদের ছেলে-মেয়েদের বিদ্যালয়ে পাঠাতে ভয় পান। বাধ্য হয়ে আমাদের বুঝিয়ে পড়ুয়াদের বিদ্যালয়ে নিয়ে আসতে হয়। এছাড়াও এই জমা জলের জন্য মশার উপদ্রব বেড়ে নানান অসুখ হওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি।
advertisement
advertisement
বর্ষাকাল শুরু হলেই বিভিন্ন জায়গায় জল জমে থাকার মত ছবি ধরা পড়ে। তবে বিদ্যালয়ের সামনে এভাবে জল জমে থাকার বিষয়টি বেশ আশ্চর্যজনক। রীতিমত পায়ের জুতো হাতে নিয়ে ক্ষুদে পড়ুয়াদের প্রবেশ করতে হচ্ছে বিদ্যালয়ে। এভাবে প্রতিদিন যাতায়াত করতে থাকলে পড়ুয়াদের শরীর খারাপও হতে পারে বলে মত নির্দিষ্ট বিদ্যালয়ের শিক্ষকের। স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ অভিভাবকদের।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 31, 2024 4:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla Video: এই প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা দেখলে আপনিও নিজের সন্তানকে পাঠাতে চাইবেন না!







