Bangla News: বাড়িতে ঢুকে শিশু চুরির অভিযোগ, পুলিশের হাতে এল চাঞ্চল্যকর তথ্য!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
সেখান থেকে বাচ্চাকে উদ্ধার করে গাইঘাটা থানায় নিয়ে আসা হয়েছে। (Bangla News)
#গাইঘাটা: বাচ্চা চুরি করে বিক্রির অভিযোগ, অভিযুক্ত যুবতীকে বেধড়ক মারধর করে পুলিশের হতে তুলে দিল এলাকার উত্তেজিত জনতা। ৪ বছরের বাচ্চাটিকে উদ্ধার করেছে গাইঘাটা থানার পুলিশ। গাইঘাটা থানার চাঁদপাড়া বি এম পল্লী এলাকার গদাধর সাহার চার বছরের ছেলে অঙ্কিত সাহাকে প্রতিবেশী এক যুবতী বাড়ি থেকে নিয়ে এসে বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ। (Bangla News)
খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা ওই যুবতীকে ধরে ফেলে এবং মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। অভিযুক্ত যুবতী অন্বেষা বিশ্বাসকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশে। হাবরা থেকে বাচ্চা উদ্ধার করেছে গাইঘাটা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাবরা স্টেশন থেকে বাচ্চাটিকে উদ্ধার করেছে হাবরা জিআরপি । সেখান থেকে বাচ্চাকে উদ্ধার করে গাইঘাটা থানায় নিয়ে আসা হয়েছে। (Bangla News)
advertisement
আরও পড়ুন: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দ
কী ভাবে বাড়ি থেকে ৪ বছরের ওই শিশুকে তুলে নিয়ে গেল ওই যুবতী তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। ওই যুবতীর সঙ্গে আর কেউ এই ঘটনায় জড়িত কিনা, তা নিয়ে খোঁজ শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্তকে জেরা করা শুরু করেছেন তদন্তকারীরা। কয়েকদিন আগে ক্যানিং থেকেও এমন শিশু চুরির ঘটনা প্রকাশ্যে এসেছিল। জামার আড়ালে শিশুকে লুকিয়ে সদ্যোজাতকে নিয়ে পালানোর সময়ই শিশুর কান্নার শব্দে সন্দেহ হয় অনেকের। (Bangla News)
advertisement
advertisement
আরও পড়ুন: বিয়ের বাকি ৩ দিন, ভাইয়ের হবু স্ত্রীয়ের সঙ্গে দাদার এমন 'কীর্তি' শুনে হতবাক সকলে!
মহিলার গতিবিধি দেখে অনেকেই এগিয়ে এসে প্রশ্ন করা শুরু করে। আর তখনই পর্দা ফাঁস হয় চক্রীর। জানা যায়, সদ্যোজাতদের চুরি করে পাচার করতেন ওই মহিলা। এরপরই ওই মহিলাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। গ্রামবাসীদের দাবি, সম্ভবত ওই মহিলা কোনও হাসপাতাল থেকে শিশু চুরি করে পাচার করার চেষ্টা করছিল। পরে হাতেনাতে ধরা পড়ে যায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 09, 2022 4:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: বাড়িতে ঢুকে শিশু চুরির অভিযোগ, পুলিশের হাতে এল চাঞ্চল্যকর তথ্য!