রায়দিঘি: কাশীনগরে শুরু হল ঐতিহাসিক নন্দার মেলা। মূলত আদিগঙ্গায় পূণ্যস্নান উপলক্ষে প্রতিবছর চৈত্র মাসের অমাবস্যার পূণ্যতিথিতে এই স্নান অনুষ্ঠিত হয়। লাখো লোকের সমাগমে সে সময় পরিপূর্ণ হয়ে ওঠে এই মেলা।
আরও পড়ুন: 'শুভেন্দুর ১১-১২ সালটা দেখুন, DPSC-তে কী করেছিল!' বিস্ফোরক পার্থ, তোলপাড় বাংলা
এই পূণ্যস্নান উপলক্ষে যে মেলার আয়োজন করা হয় সেখানে, সেই মেলা প্রতিবছর মিলন মেলায় পরিণত হয়। মেলা উপলক্ষ্যে গঙ্গারতির আয়োজনও করা হয় সেখানে। এবছরও তার কোনো ব্যাতিক্রম হয়নি। রকমারি জিনিসপত্র থেকে শুরু করে হাতের কাজের জিনিসপত্র, মিষ্টি দোকান সবই থাকে এই মেলাতে।
আরও পড়ুন: 'আমাকেও ডেকেছিল তদন্তে, কী হল সেটার?' বিস্ফোরক বিমান বসু! কোন তদন্তের কথা বলছেন?
মেলা চলাকালীন প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি চালানো হয় সেখানে। চলে রায়দিঘি ও মথুরাপুর থানার উদ্যোগে যৌথ নজরদারি। সব কিছু মিলিয়ে মেলার এই কয়েকটি দিন প্রকৃত অর্থে মিলনমেলায় পরিণত হয়ে ওঠে কাশীনগর এলাকা।
-----নবাব মল্লিক
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bangla News, Mela, West Bengal news