Bangla News: এই তীর্থে পুণ্যস্নানে মুছে যায় সব পাপ, নন্দার মেলায় গিয়েছেন কখনও? অবাক হবেন

Last Updated:

Bangla News: এই তীর্থে পুন্যস্নানে স্খলিত হয় সব পাপ, পুরাণের সময় থেকে চলে আসছে নন্দার মেলা।

+
বাস্তবেই

বাস্তবেই এক মিলন মেলা!

রায়দিঘি: কাশীনগরে শুরু হল ঐতিহাসিক নন্দার মেলা। মূলত আদিগঙ্গায় পূণ্যস্নান উপলক্ষে প্রতিবছর চৈত্র মাসের অমাবস্যার পূণ্যতিথিতে এই স্নান অনুষ্ঠিত হয়। লাখো লোকের সমাগমে সে সময় পরিপূর্ণ হয়ে ওঠে এই মেলা।
ঐতিহাসিক দিক থেকে বিচার করলে এই মেলার গুরুত্ব অপরিসীম। কথিত আছে আদিগঙ্গার স্রোত ধরে শ্রীচৈতন্য মহাপ্রভু নীলাচলে যাওয়ার সময় উপস্থিত হয়েছিলেন এই স্থানে। তিনি নিজেও স্নান করেন সেখানে।
পাশেই চক্রতীর্থ মহাশ্মশান । লাখো পূণ্যার্থী আসেন তাদের পূর্বপুরুষের স্মৃতির উদ্দেশ্যে তর্পণ করতে। কেউ বা পাপস্থলন করতে। কথিত আছে ভৃগুরাম তাঁর মাত-হত্যার পাপস্থলনের উদ্যেশ্যে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে উপস্থিত হয়েছিলেন এখানে। এরপর এখানে তিনি পূণ্যস্নান সারেন।
advertisement
advertisement
এই পূণ্যস্নান উপলক্ষে যে মেলার আয়োজন করা হয় সেখানে, সেই মেলা প্রতিবছর মিলন মেলায় পরিণত হয়। মেলা উপলক্ষ্যে গঙ্গারতির আয়োজনও করা হয় সেখানে। এবছরও তার কোনো ব্যাতিক্রম হয়নি। রকমারি জিনিসপত্র থেকে শুরু করে হাতের কাজের জিনিসপত্র, মিষ্টি দোকান সবই থাকে এই মেলাতে।
advertisement
মেলা চলাকালীন প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি চালানো হয় সেখানে। চলে রায়দিঘি ও মথুরাপুর থানার উদ্যোগে যৌথ নজরদারি। সব কিছু মিলিয়ে মেলার এই কয়েকটি দিন প্রকৃত অর্থে মিলনমেলায় পরিণত হয়ে ওঠে কাশীনগর এলাকা।
-----নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: এই তীর্থে পুণ্যস্নানে মুছে যায় সব পাপ, নন্দার মেলায় গিয়েছেন কখনও? অবাক হবেন
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement