Partha Chatterjee Suvendu Adhikari: 'শুভেন্দুর ১১-১২ সালটা দেখুন, DPSC-তে কী করেছিল!' বিস্ফোরক পার্থ, তোলপাড় বাংলা
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:Arpita Hazra
Last Updated:
Partha Chatterjee Suvendu Adhikari: বৃহস্পতিবার আলিপুর আদালতে পেশ করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। সেখানে লকআপ থেকে বেরোনোর সময়ই তিনি বলেন, ''আমি নিয়োগকর্তা নই। আমি এ ব্যাপারে কোনো সাহায্য তো দূর, কোনো অনৈতিক কাজ করতে পারব না।''
কলকাতা: এবার পার্থ চট্টোপাধ্যায়ের সরাসরি নিশানায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিয়োগ দুর্নীতিতে জেলে দিন কাটছে পার্থবাবুর। দল থেকেও সাসপেন্ড হয়েছেন তিনি। যদিও দলের বিরুদ্ধে একটি বারের জন্যও মুখ খোলেননি। কিন্তু এবার দুর্নীতির অভিযোগ তুলেই সরাসরি বিদ্ধ করলেন শুভেন্দু অধিকারীকে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর এহেন মন্তব্য নিয়ে শুরু হয়েছে তুমুল জল্পনা।
ঠিক কী বলেছেন পার্থ চট্টোপাধ্যায়? বৃহস্পতিবার আলিপুর আদালতে পেশ করা হয় পার্থবাবুকে। সেখানে লকআপ থেকে বেরোনোর সময়ই তিনি বলেন, ''আমি নিয়োগকর্তা নই। আমি এ ব্যাপারে কোনো সাহায্য তো দূর, কোনো অনৈতিক কাজ করতে পারব না। শুভেন্দু অধিকারীর ১১-১২ সালটা দেখুন না! DPSC-তে কী করেছিল, দেখুন না।''
advertisement
advertisement
নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার অয়ন শীলের বিষয়েও এদিন প্রশ্নের মুখে পড়তে হয় পার্থ চট্টোপাধ্যায়কে। অয়ন শীলকে কতদিন ধরে চেনেন? প্রশ্নের উত্তরে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর সাফ জবাব, ''আমি কোনো শীলকে চিনি না।'' প্রসঙ্গত, আদালতে গতদিনের শুনানির সময় বিচারকের উদ্দেশ্যে হাতজোড় করে পার্থ চট্টোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল, ''আমাকে ৫ মিনিট সময় দিন। আমার কিছু বলার আছে।'' তবে, এদিন আদালত কক্ষের ভিতরে পার্থবাবু কী বলেছেন, তা এখনও স্পষ্ট নয়।
advertisement
এদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে আরও ৭টি বেনামি সম্পত্তির হদিশ পেল ইডি। এর আগে প্রথমে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের গেস্ট হাউসে তল্লাশি চালিয়ে ২০টি সম্পত্তির হদিশ পেয়েছিল তারা। এর পরবর্তী ক্ষেত্রে আরও ১৫টি বেনামী সম্পত্তির হদিশ পেয়েছিল ইডি।
advertisement
সমস্ত সম্পত্তি শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এক ব্যক্তির নামে রয়েছে বলে দাবি তদন্তকারীদের। বুধবার শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সুপ্রতিম ঘোষ ওরফে আকাশ, নিলয় মালিক এবং বিশ্বরূপ প্রামানিককে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। এই ব্যক্তিদের নামেই একাধিক বেনামী সম্পত্তি কিনেছিল শান্তনু। নতুন করে আবার তাদের তলব করা হয়েছে আগামী সোমবার। এছাড়া নতুন করে যাদের নামে সম্পত্তির হদিস মিলেছে, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করবে ইডি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 23, 2023 12:47 PM IST