Bangla News: সকালে হইহুল্লোড়, বেলা গড়াতেই গঙ্গায় ভেসে উঠল অনুরাগের দেহ! 'আদিত্য কই'? পানিহাটীতে চাঞ্চল্য
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Bangla News: উদ্ধার হয়েছে একজনের মৃতদেহ। অন্য জনের খোঁজে তল্লাশি চলছে গঙ্গায়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়।
পানিহাটী: স্নান করতে নেমে পানিহাটীর গঙ্গায় তলিয়ে গেলেন ভিন রাজ্যের দুই যুবক। উদ্ধার হয়েছে একজনের মৃতদেহ। অন্য জনের খোঁজে তল্লাশি চলছে গঙ্গায়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়। রবিবার পানিহাটি পৌরসভার তিন নম্বর ওয়ার্ড ত্রাণনাথ বাবুর ঘাটের ঘটনা। ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি অভিযান।
পানিহাটীতে গঙ্গায় তলিয়ে যান ভিন রাজ্যের যুবকেরা। ঘটনার জেরে প্রবল উত্তেজনা ছড়ায় এলাকায়। পরে আটক করা হয় তিন বন্ধুকে। স্থানীয় মানুষের দাবি, পাঁচ জন বন্ধু এসেছিলেন পানিহাটীর গঙ্গার ঘাটে। তার মধ্যে হঠাৎই দু’জন যুবক স্নান করতে নামেন গঙ্গায়।
আরও পড়ুন: ‘আমি তোমাদের খুন করতে পারতাম, কিন্তু আমি কীভাবে আমার মেয়েকে খুন করি?’, চিঠিতে লিখে নিজেকে শেষ করলেন ঋষিরাজ! কেন?
স্থান করতে নেমে গঙ্গায় তলিয়ে যান তাঁরা। তলিয়ে যাওয়ার পর বাকি বন্ধুদের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। এই গোটা ঘটনার বিষয় তৎক্ষণাৎ খবর দেওয়া হয় খড়দহ থানার পুলিশকে।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘পিৎজা খেতে গিয়েছিলাম, আচমকা আয়ানের…’, ক্যানসার আক্রান্ত ইমরান হাশমির ছেলের অস্ত্রোপচারে বাদ গিয়েছে কিডনি!
পুলিশ এসে ডুবুরি নামিয়ে একজনের দেহ উদ্ধার করে। উদ্ধার হওয়া মৃত যুবকের নাম অনুরাগ পাল (২৭)। তবে এখনও অধরা আদিত্য পাল নামে অন্য জনের দেহ। তার জন্যই গঙ্গায় ডুবুরি নামিয়ে তল্লাশি চালাচ্ছে খড়দহ থানার পুলিশ। গঙ্গায় তলিয়ে যাওয়া যুবকদের বাড়ি উত্তরপ্রদেশের শাহাজানপুর গ্রামে।
advertisement
সুবীর দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 13, 2025 3:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: সকালে হইহুল্লোড়, বেলা গড়াতেই গঙ্গায় ভেসে উঠল অনুরাগের দেহ! 'আদিত্য কই'? পানিহাটীতে চাঞ্চল্য