Bangla News: রেললাইনের উপর উদ্ধার শিক্ষকের মৃতদেহ! আত্মহত্যা না দুর্ঘটনা? দানা বাঁধছে রহস্য

Last Updated:

সুব্রত অধিকারী কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মিউজিক বিভাগের মেধাবী ছাত্র ছিলেন। (Bangla News)

Bangla News (প্রতীকী ছবি)
Bangla News (প্রতীকী ছবি)
#পূর্ব মেদিনীপুর: পাঁশকুড়া-হলদিয়া রেল লাইনের ওপর মাল গাড়ির ধাক্কায় কাটা পড়ে মৃত্যু হয়েছে বিহারের "সাফারী ইন্টার্নেশনাল হাই স্কুলের" সঙ্গীত বিভাগের শিক্ষক সুব্রত অধিকারীর (৩২)। তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার অমৃতবেড়িয়া গ্রামে। তিনি কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে পার্কাসন মিউজিক নিয়ে এম.এ পাশ করেন। পেশায় শিক্ষক অবিবাহিত সুব্রত অধিকারীর বাবা তমলুকের রিজিনাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অস্থায়ী চতুর্থ শ্রেণীর একজন কর্মী। সুব্রত অধিকারী কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মিউজিক বিভাগের মেধাবী ছাত্র ছিলেন। (Bangla News)
মৃতের বাবা রঘুনন্দন অধিকারী জানিয়েছেন, ছেলে হঠাৎই বাড়িতে চলে এসেছিল। তারপর থেকে অনেক দিন হল স্কুলে আর যাননি। বাবার দাবি, 'স্কুলে খবর নিয়ে দেখেছি, সেখানে কোনও রকম কোনও গন্ডগোল হয়নি। আসলে সে বাড়িতেই থাকতে চাইছিল। দিন কয়েক যাবত কিছুটা এলোমেলোভাবেই সে ঘোরাঘুরি করছিল। চিকিৎসকদের দেখানোর পরও আচার আচরণে তাঁর কোনও রকম পরিবর্তন হয়নি।'
advertisement
সুব্রত অধিকারী সুব্রত অধিকারী
advertisement
আরও পড়ুন: কান-এর লাল কার্পেটে ঐশ্বর্য রাই বচ্চনের 'কালাজাদু'! দেখুন ভাইরাল ছবি
রবিবার ভোররাতে কেশবপুর এবং সতীশ সামন্ত রেল স্টেশনের মাঝামাঝি বাসুলিয়া গ্রাম লাগোয়া রেললাইনের ওপরই তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। তাঁর মানি ব্যাগে ভোটের কার্ড ছিল। এদিন সকালে রেলওয়ে পুলিশ অমৃত বেড়িয়া গ্রামের ভিলেজ পুলিশ মারফৎ তাঁর বাড়িতে খবর দেয়। ভিলেজ পুলিশ আশিস জানা তাঁর বাড়ির লোকজনকে খবর দেন।
advertisement
আরও পড়ুন: বোল্ড অ্যান্ড বিউটিফুল! এষার শরীরী বিভঙ্গে কুপোকাত ভক্তরা, দেখুন
হলদিয়া রেলওয়ে জিআরপি পুলিশ স্টেশনের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর ঘটনাস্থলে এসে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। খবর পাওয়া মাত্র সুব্রতর বাড়ির লোকজন তাঁর দেহটিকে সনাক্ত করে। কিন্তু এই মৃত্যু কি দুর্ঘটনা নাকি আত্মহত্যা? কোনও ব্যক্তিগত কারণ ছিল কি এমন চরম সিদ্ধান্ত নেওয়ার? সুব্রত অধিকারীর মৃত্যু নিয়ে প্রশ্ন উঠছে অনেক। পুলিশ তদন্ত শুরু করেছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: রেললাইনের উপর উদ্ধার শিক্ষকের মৃতদেহ! আত্মহত্যা না দুর্ঘটনা? দানা বাঁধছে রহস্য
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement