Bangla News: স্বচ্ছ পঞ্চায়েত গড়ার লক্ষ্যে আলোচনা সভা প্রতিমন্ত্রী বেচারাম মান্নার
- Published by:Salmali Das
- Written by:Pranab kumar Banerjee
Last Updated:
Bangla News: স্বচ্ছ পঞ্চায়েত গড়ার লক্ষ্যে মুর্শিদাবাদ জেলার ২৫০টিগ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতি ও জেলা প্রশাসনকে নিয়ে আলোচনা সভা করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না।
মুর্শিদাবাদঃ স্বচ্ছ পঞ্চায়েত গড়ার লক্ষ্যে মুর্শিদাবাদ জেলার ২৫০টিগ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতি ও জেলা প্রশাসনকে নিয়ে আলোচনা সভা করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না। বুধবার বহরমপুর জেলা পরিষদে এই আলোচনা সভা করা হয়। এদিন উপস্থিত ছিলেন জেলাপরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, সাংসদ আবু তাহের খান, খলিলুর রহমান সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
আরও পড়ুনঃ কবে শুরু কলকাতা বইমেলা? থিমে রয়েছে বড় চমক! বাকি আর কয়েকদিন, জানুন বিস্তারিত
মন্ত্রী বেচারাম মান্না বলেন, স্বচ্ছ ভারত ও মিশন নির্মল বাংলা প্রকল্পের কাজের গতিকে ত্বরান্বিত করতে মুর্শিদাবাদ জেলার পঞ্চায়েতগুলিকে নিয়ে এই আলোচনা সভা করা হয়। পরিবেশের রক্ষায় মূলত প্লাস্টিক বর্জন করা, পচনশীল বস্তু দিয়ে জৈব সার তৈরি, ভূগর্ভস্থ জল পরিপূর্ন করার লক্ষ্যে গ্রামস্তরে প্রচার চালাতে সভায় আলোচনা করা হয়। এদিন মুর্শিদাবাদে এসে কিরীটেশ্বরী মন্দির পরিদর্শন করে মায়ের পূজো দিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না।
advertisement
ধামসা মাদল বাজিয়ে মন্ত্রীকে স্বাগত জানানো হয় মন্দিরে। সংবর্ধনা দেওয়া হয় মন্দির কমিটির পক্ষ থেকে। মন্দির পরিদর্শনের পর তিনি নবগ্রাম ব্লক তৃণমূল কার্যালয়ে আসেন। দলীয় কর্মীদের নিয়ে আলোচনা করেন। উপস্থিত ছিলেন ব্লক তৃণমূলের সভাপতি মহম্মদ এনায়েতুল্লাহ সহ অন্যান্য নেতৃত্বরা। মন্ত্রী বেচারাম মান্না বলেন, দেশের মধ্যে সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি পেয়েছে এই কিরীটেশ্বরী গ্রাম। পর্যটকদের সুবিধার্থে রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে। মন্দিরের উন্নয়নমূলক্ষ্য একাধিক প্রকল্প রাজ্য সরকার হাতে নিয়েছে।
advertisement
advertisement
স্বচ্ছ পঞ্চায়েত গড়ার লক্ষ্যে মুর্শিদাবাদ জেলার ২৫০টিগ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতি ও জেলা প্রশাসনকে নিয়ে আলোচনা সভা করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না। বুধবার বহরমপুর জেলা পরিষদে এই আলোচনা সভা করা হয়। এদিন উপস্থিত ছিলেন জেলাপরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, সাংসদ আবু তাহের খান, খলিলুর রহমান সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। মন্ত্রী বেচারাম মান্না বলেন, স্বচ্ছ ভারত ও মিশন নির্মল বাংলা প্রকল্পের কাজের গতিকে ত্বরান্বিত করতে মুর্শিদাবাদ জেলার পঞ্চায়েতগুলিকে নিয়ে এই আলোচনা সভা করা হয়। পরিবেশের রক্ষায় মূলত প্লাস্টিক বর্জন করা, পচনশীল বন্ধু দিয়ে জৈব সার তৈরি, ভূগর্ভস্থ জল পরিপূর্ন করার লক্ষ্যে গ্রামস্তরে প্রচার চালাতে সভায় আলোচনা করা হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 10, 2024 9:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: স্বচ্ছ পঞ্চায়েত গড়ার লক্ষ্যে আলোচনা সভা প্রতিমন্ত্রী বেচারাম মান্নার