Bangla News: সিপিআই-এর সমর্থনে তৃণমূলের 'প্রাপ্তি', বাম প্রার্থীর কুশপুতুল পোড়াল বামেরাই!
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:Sujit Bhoumik
Last Updated:
Bangla News: বৃন্দাবনচক গ্রামপঞ্চায়েতে মোট ২৫ টি আসনের মধ্যে ১২ টি তৃণমূল এবং ১২ টি বিজেপি পেয়েছে। ১ টি পায় সিপিআই।
সুজিত ভৌমিক, কোলাঘাট: সিপিআই-এর সমর্থনে গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখল তৃণমূলের। ক্ষুব্ধ বাম কর্মী সমর্থকরা জয়ী সিপিআই প্রার্থীর কুশপুতুল দাহ করে ক্ষোভ দেখাল কোলাঘাটে। কে দখল করবে কোলাঘাটের বৃন্দাবনচক গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা, এই নিয়েই উৎকন্ঠা আগ্রহ দানা বাঁধছিলো সব মহলেই।
কারণ বৃন্দাবনচক গ্রামপঞ্চায়েতে মোট ২৫ টি আসনের মধ্যে ১২ টি তৃণমূল এবং ১২ টি বিজেপি পেয়েছে। ১ টি পায় সিপিআই। সিপিআই-এর জয়ী প্রার্থী অনুপ মাইতি যাকে সমর্থন করবে তারাই দখল করবে এই গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা।
advertisement
বিজেপি এবং তৃণমূল দুই দলই সিপিআই প্রার্থীর কাছে বারবারই ছুটে যায়। শেষমেশ সিপিআই প্রার্থী অনুপ মাইতি সমর্থন করেছেন তৃণমূলকেই। যার ফলে বৃন্দাবনচক গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে আসে।
advertisement
অনুপ বাবুকে উপপ্রধান পদ দেওয়া হয় এবং প্রধান হন তৃণমূলের সুস্মিতা দাস। ঘটনায় ক্ষুব্ধ বাম কর্মী সমর্থকরা অনুপ মাইতির কুশপুত্তলিকা দাহ করে ক্ষোভ দেখায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 10, 2023 8:43 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: সিপিআই-এর সমর্থনে তৃণমূলের 'প্রাপ্তি', বাম প্রার্থীর কুশপুতুল পোড়াল বামেরাই!