বুদ্ধদেবের খোঁজে কলকাতায় ভুটানের রাজার 'দূত'! বন্ধুর জন্য চিন্তায় রাজা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Buddhadeb Bhattacharya: বন্ধু বুদ্ধদেবকে হাসপাতালে দেখতে ভুটানের রাজার দুত।
কলকাতা: দীর্ঘ ১২ দিন পর হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন তিনি। গত মাসের ২৯ তারিখ সকালে আচমকাই শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি হন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এরপর ১১ দিন ধরে চলে তাঁর চিকিৎসা।
১২তম দিনে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাঁকে বাড়ি পাঠানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। বুধবার সকালে প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য পুষ্প স্তবক পাঠান ভুটানের রাজা।
ভুটানের প্রাক্তন কনসাল জেনারেল দাসু শ্রিং ওয়াংদা এদিন হাসপাতালে আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। এখন আগের থেকে অনেকটাই সুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য। স্বাভাবিকভাবেই দেখা করতে আসা অনেকের সঙ্গে কথা বলেছেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন- ‘বুদ্ধবাবুর লড়াইটা খুবই কঠিন ছিল! কিন্তু উনি তো ফাইটার, ব্যক্তিত্বটাই আলাদা’
বুদ্ধদেব ভট্টাচার্য যে সময় বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, তখন ভুটানের কনসাল জেনারেল ছিলেন দাসু শ্রিং ওয়াংদা। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর বন্ধুত্বের কথা অনেকেরই জানা। এদিন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যের সঙ্গে কথাও বলেছেন দাশো শেরিং ওয়াংদা।
advertisement
আরও পড়ুন- জেলা সভাপতি পরিবর্তন নিয়ে বিক্ষোভ, জায়গা দেওয়া হল রাজ্য এক্সিকিউটিভ কমিটিতে
উল্লেখ্য, বুদ্ধদেব ভট্টাচার্যর চিকিৎসার জন্য ওই বেসরকারি হাসপাতাল ১১ জন বিশিষ্ট চিকিৎসকের একটি দল গঠন করেছিল। হাসপাতাল কর্তৃপক্ষ নিয়মিত প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার আপডেট দিচ্ছিল। সূত্রের খবর, চিকিৎসকেরা প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসায় কোনও ফিস নেননি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 09, 2023 8:04 PM IST