Straight Spine: মেরুদন্ড সোজা করতে ‘অপারেশন স্ট্রেট স্পাইন’ কর্মসূচি বজবজে!
- Published by:Salmali Das
- hyperlocal
Last Updated:
বজবজে মেরুদন্ড সোজা করতে চলল ‘অপারেশন স্ট্রেট স্পাইন’ কর্মসূচি। এই কর্মসূচি শুরু হয়েছে জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস হসপিটালে। এই কর্মসূচি স্পাইন ডিফরমিটি সার্জারি ওয়ার্কশপের অঙ্গ।
দক্ষিণ ২৪ পরগনা: বজবজে মেরুদন্ড সোজা করতে চলল ‘অপারেশন স্ট্রেট স্পাইন’ কর্মসূচি। এই কর্মসূচি শুরু হয়েছে জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস হসপিটালে। এই কর্মসূচি স্পাইন ডিফরমিটি সার্জারি ওয়ার্কশপের অঙ্গ। জটিল এই সার্জারি করতে দেশবিদেশের সার্জেন, চিকিৎসক ও অ্যানাস্থেটিস্ট টিম এসেছিল। পুরো কর্মসূচিটি চলছে ওই মেডিক্যাল কলেজের অর্থোপেডিক বিভাগের প্রধান চিকিৎসক উজ্জ্বল দেবনাথের নেতৃত্বে।
আরও পড়ুনঃ শিরা থেকে নিংড়ে বের করবে ‘জেদি’ কোলেস্টেরলকে! শুধু এক সপ্তাহ মেনে চলুন এই ৫ ‘নিয়ম’, ফল হাতেনাতে!
স্কোলিওসিস নামের মেরুদণ্ডের এই বিকৃতির ক্ষেত্রে, বয়ঃসন্ধির আগে শরীরের বৃদ্ধির সময়ে এই রোগের বহিঃপ্রকাশ ঘটে, যাতে মেরুদণ্ডের অন্তত ৩৩টি হাড় বা কশেরুকা বেঁকে যায়। ফলে শিশুর ‘পশ্চার’ অস্বাভাবিক হয়ে পড়ে। বুকের পাঁজরও বেঁকে গিয়ে ফুসফুসে চাপ দেয় বলে এই অসুখে শ্বাসকষ্ট নিত্যসঙ্গী।
advertisement
advertisement
মেরুদণ্ডের এই ত্রুটি সংশোধন করতে গেলে প্রয়োজন দারুণ দক্ষ, দীর্ঘ ও নিপুণ সার্জারি। অন্যথায় সারা জীবনের জন্য পক্ষাঘাত একপ্রকার অনিবার্য। সেজন্য অত্যন্ত সতর্কতার সঙ্গে অপারেশন করতে গড়ে ছয় থেকে ১০ ঘণ্টা সময় লাগে। তাতেই শুধরে যায় শিরদাঁড়ার বিকৃতি। জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস হসপিটালের এই কর্মসূচি ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে এলাকায়। ১২ জন শিশু এই কর্মসূচির ফলে নবজীবন পেয়েছে যাতে খুশি সকলেই।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 11, 2025 8:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Straight Spine: মেরুদন্ড সোজা করতে ‘অপারেশন স্ট্রেট স্পাইন’ কর্মসূচি বজবজে!






