Bangla News: 'ওঁদের' ছাড়া অন্ধকার গোটা হাসপাতাল! বই পড়ে নয়, নার্স হওয়া যায় একটিই গুণে, জানুন
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- hyperlocal
- Published by:Raima Chakraborty
Last Updated:
Bangla News: আদর্শ নার্স হওয়া যায় কীভাবে? পুঁথিগত বিদ্যা-পরীক্ষার নম্বর নয়, থাকতে হবে এই বিশেষ গুণ। জানুন...
পুরুলিয়া : ডাক্তারদের পাশাপাশি রোগী পরিষেবায় নিজেদের জীবন নিয়োজিত করে থাকেন সেবিকারা। সেবাই হল তাঁদের জীবনের মূল লক্ষ্য। তবে প্রকৃত নার্স হয়ে উঠতে প্রয়োজন বেশ কিছু নিয়ম নীতি মেনে চলা। শুধুমাত্র পুঁথিগত পড়ালেখা নয় অথবা যোগ্যতা অর্জন নয় প্রকৃত নার্স হয়ে উঠতে প্রয়োজন বেশ কিছু পন্থা অবলম্বন করে চলা।
কীভাবে প্রকৃত নার্স হয়ে ওঠা যায় সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অশোক চন্দ্র বিশ্বাস ও পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ড. সুকমল বিষয়ী। পুরুলিয়ার জিএনএম নার্সিং প্রশিক্ষণ কেন্দ্রে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে নার্সিং পড়ুয়ারা শপথ গ্রহণ করেন।
আরও পড়ুন: তেজপাতা-লবঙ্গ কয়েকটা শুকনো লঙ্কা! প্রতি শনিবার এই কাজে ফল হাতেনাতে, টাকার অব্যর্থ টোটকা!
এই কর্মসূচিতে অংশগ্রহণ করে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অশোক চন্দ্র বিশ্বাস বলেন, ‘হাসপাতালে সবার প্রথম যাঁরা রোগীকে দেখেন তাঁরা নার্স। তাই রোগী কোন পরিস্থিতিতে আছে সে বিষয়ে তাঁকে সজাগ থাকতে হবে। শুধুমাত্র পুঁথিগত শিক্ষা ও যোগ্যতা দিয়ে নার্স হয়ে ওঠা যায় না। সর্বোপরি মানবিক হতে হবে।’ এ বিষয়ে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি সুকমল বিষয়ী বলেন, ‘সমস্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিজের ব্যবহার ঠিক রাখতে হবে।’
advertisement
advertisement
আরও পড়ুন: রাত হলেই পা যন্ত্রণায় ছিঁড়ে যায়? কেন হয় এমন জানেন? রইল ডাক্তারের পরামর্শ, বাঁচতে হলে জানুন
যতই কঠিন সময় আসুক হার মানলে চলবে না। নিজের ব্যবহারের মধ্যে দিয়ে সমস্ত জায়গা সঠিক রাখতে হবে। এ বিষয়ে জি এন এম নার্সিং ট্রেনিং সেন্টারের প্রিন্সিপাল মন্দিরা মিশ্র জানান, ৯৪ জন পড়ুয়া শপথ গ্রহণ করলেন নার্স হিসাবে। আগামী দিনেই তাঁরা নিজেদের কর্তব্যে যথাযথ ভূমিকা পালন করবেন, সেই আশা রাখছেন তিনি।
advertisement
বর্তমানে ধীরে, ধীরে নার্সিং পেশা প্রফেশনাল একটি পেশা হয়ে উঠছে। মানুষের মধ্যে সেবার মানসিকতা হারিয়ে যাচ্ছে। আর পাঁচটা স্কিল ডেভেলপমেন্ট কোর্সের মতোই নার্সিং-ও একটি চাকরি পাওয়ার কোর্স হয়ে উঠছে। তাই নার্সিংকে শুধুমাত্র পেশা হিসাবে নয় সেবা হিসেবে গ্রহণ করার বার্তা দিচ্ছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও সদর হাসপাতালের এম এস ভি পি।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 16, 2025 9:30 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: 'ওঁদের' ছাড়া অন্ধকার গোটা হাসপাতাল! বই পড়ে নয়, নার্স হওয়া যায় একটিই গুণে, জানুন









