Bangla News: পেটের টানে ভিন রাজ্যে কাজে যাওয়াই হল কাল, পাঁচ দিন পর বাড়িতে ফিরল নিথর দেহ! 

Last Updated:

Bangla News: অভাব অনটনের সংসার। বৃদ্ধ মা-বাবা, স্ত্রী-সহ দুই কন্যা সন্তানের মুখে দু-বেলা দু-মুঠো অন্য তুলে দেওয়ার জন্য পুরুলিয়ার বান্দোয়ানের পচাপানি গ্রামের রামদাস সরেন পাড়ি দিয়েছিলেন ভিন রাজ্যে। প্রায় দু'মাস পর রামদাস ফিরল বাড়িতে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
পুরুলিয়া: অভাব অনটনের সংসার। বৃদ্ধ মা-বাবা, স্ত্রী-সহ দুই কন্যা সন্তানের মুখে দু-বেলা দু-মুঠো অন্য তুলে দেওয়ার জন্য পুরুলিয়ার বান্দোয়ানের পচাপানি গ্রামের রামদাস সরেন পাড়ি দিয়েছিলেন ভিন রাজ্যে। প্রায় দু’মাস পর রামদাস ফিরল বাড়িতে। তবে প্রাণ হাতে নয়, ফিরল কফিনবন্দি অবস্থায়। দেহ বাড়িতে পৌঁছাতেই নিথর দেহকে জড়িয়ে ধরে কান্নায় ভাসল দুই কন্যা সন্তান। অন্যদিকে ঘরের উঠোনে দুই প্রান্তে বাবা ও মা কার্যত বোবা হয়ে তাকিয়ে থাকল রামদাসের কফিন বন্দি দেহের দিকে। ততক্ষণে রামদাসের স্ত্রীকে অচৈতন্য অবস্থায় জড়িয়ে ধরে রয়েছে আত্মীয় স্বজনের মহিলা।
আরও পড়ুন: একের পর এক পড়ুয়া মৃত্যু আইআইটি খড়্গপুর, সারদা বিশ্ববিদ্যালয়ে! ‘ সামথিং ইজ রং…’, নোটিস জারি করল সুপ্রিম কোর্ট
স্বজন হারার ব্যথায় পরিবার পরিজনের সঙ্গে চোখে জল এলাকাবাসীদেরও। ঘটনার প্রায় পাঁচ দিন পর গ্রামে রামদাসের দেহ ফিরতেই শোকের ছায়া নেমে আসে এলাকায়। জানা যায়, বৃদ্ধ মা-বাবা, স্ত্রী-সহ দুই কন্যা সন্তানের সংসারে পরিবারে একমাত্র রোজগেরে ছিলেন রামদাস সরেন। এলাকায় কাজ না থাকায় পেটের টানে কয়েক মাস আগেই রামদাস পাড়ি দিয়েছিলেন ভিন রাজ্য তামিলনাড়ুতে।
advertisement
কিন্তু গত বুধবার হঠাৎই একটা ফোনে পরিবারে নেমে আসে অন্ধকার। এদিন রাত্রে বাড়িতে ফোন আসে ৩৫ বছর বয়সী রামদাস সরেন আর নেই। মৃত্যু হয়েছে তার। যদিও কি কারণে মৃত্যু হয়েছে তা পরিবারের কাছে এখনও স্পষ্ট নয়। মৃত রামদাস সরেনের বাবা গুরুপদ সরেন জানান, প্রাথমিকভাবে খবর পেয়েছে যে রামদাস রান্না করছিল। সেই সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
advertisement
advertisement
তারপরেই স্থানীয়রা জানতে পেরে তাঁকে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার পাঁচ দিন পর সোমবার বিকেলে তামিলনাড়ু থেকে গ্রামের বাড়িতে রামদাস সরেনের মৃতদেহ এসে পৌঁছায়।
শান্তনু দাস
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: পেটের টানে ভিন রাজ্যে কাজে যাওয়াই হল কাল, পাঁচ দিন পর বাড়িতে ফিরল নিথর দেহ! 
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement