Bangla News: এত সোনা! অশোকনগরে এখন একজনই সেলিব্রেটি, পুলিশের প্রশংসায় পঞ্চমুখ 'সোনা কাকা'
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Bangla News: অশোকনগরের নতুন ভাইরাল এই সেলিব্রেটি 'সোনা কাকা', হয়ে উঠেছেন পুলিশের প্রচারের মুখ। দেখলে চমকে যাবেন...
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: অশোকনগরে ভাইরাল এই ‘সোনা কাকা’! জগদ্ধাত্রী পুজোয় সোনায় মোড়া এই ব্যক্তি যেন এখন শহরের নতুন সেলিব্রেটি। জগদ্ধাত্রী পুজো শেষ হলেও এখনও অশোকনগরে আলোচনার কেন্দ্রবিন্দুতে বরুণ মজুমদার। অশোকনগর তিন নম্বর ওয়ার্ডের এই বাসিন্দাকে দেখতেই এখন মানুষজন খুঁজে বেড়াচ্ছে এলাকায়।
তিনি যেন এখন এক বিশেষ ব্যক্তিত্ব- সকলের প্রিয় ‘সোনা কাকা’। পুজোর দিনগুলিতে মণ্ডপ থেকে মণ্ডপে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল তাঁকে। তবে সাধারণ দর্শনার্থীর মতো নন তিনি, গলায়, হাতে ঝলমল করছে মোটা সোনার চেন, আংটি ও নানা গয়না। কল্যাণগড় এলাকার বাজার সংলগ্ন রামকৃষ্ণ সেবা সমিতি এলাকায় দেখা যায়, সকল বয়সের মানুষের সঙ্গে সেলফি তুলছেন এই সোনায় মোড়া ব্যক্তি। তাঁর ঝলমলে উপস্থিতি ঘিরে তৈরি হয় ভিড়।
advertisement
আরও পড়ুন: যত দিন যাচ্ছে, পাল্লা দিয়ে বাড়ছে হার্টের অসুখ! হৃদরোগ ঠেকাতে চিকিৎসক দেবী শেঠির জরুরি পরামর্শ জানুন
কেউ ছবি তুলছেন, কেউ আবার ভিডিও করে ছড়িয়ে দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। অল্প সময়েই ভাইরাল হয়ে যান তিনি- সকলের মুখে মুখে তাঁর নতুন নাম, ‘সোনা কাকা’। স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় ব্যবসায়ী এই ব্যক্তি দীর্ঘদিন ধরেই সোনার গয়নার অনুরাগী। পুজোর আনন্দে তিনি প্রায় ৪০০ গ্রাম সোনা পরে বেরিয়েছিলেন দর্শনে। তাঁর নিজের কথায়, ‘অশোকনগর থানার নিরাপত্তা এতটাই ভাল যে নিশ্চিন্তে সোনার গয়না পরে মণ্ডপে মণ্ডপে ঘুরেছি।’
advertisement
advertisement
আরও পড়ুন: ইমরান হাশমির একমাত্র ছেলে বিরল ক্যানসার রোগে আক্রান্ত ছিল, এখন পুরোপুরি সুস্থ! দেখুন ছবি
স্থানীয় মহিলা ভক্তদের অনেকে জানিয়েছেন, এ বছরের নিরাপত্তা ব্যবস্থা এতই সুশৃঙ্খল ছিল যে ‘সোনা কাকা’-র মতো ব্যক্তি সোনায় মোড়া অবস্থাতেও বিনা ভয়ে আনন্দ উপভোগ করেছেন। বিশেষ উল্লেখযোগ্য বিষয়, ‘সোনা কাকা’ নামটি দিয়েছেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী নিজে। এরপর থেকেই তিনি হয়ে উঠেছেন অশোকনগর থানার নিরাপত্তা ব্যবস্থার এক প্রকার প্রতীক ও প্রচারের মুখ। পুজোর আনন্দে রঙ মিশিয়েই যেন এই সোনালি মানুষ এখন অশোকনগরের গর্ব – ঝলমলে গয়না, আত্মবিশ্বাস, আর শহরের নিরাপত্তায় ভরসা নিয়ে তিনি এখন সোশ্যাল মিডিয়ার তারকা ‘সোনা কাকা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
November 07, 2025 5:28 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: এত সোনা! অশোকনগরে এখন একজনই সেলিব্রেটি, পুলিশের প্রশংসায় পঞ্চমুখ 'সোনা কাকা'
