Bangla News: কাকা-ভাইপোর ঝগড়ায় আচমকা চলল গুলি, কারণ শুনলে চমকে যাবেন!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
আহত অবস্থায় কাকা সাজ্জাদ শেখ চিকিৎসাধীন বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। (Bangla News)
#বহরমপুর: এমন এক অদ্ভুত কারণে কেউ যে কাউকে গুলি করতে পারে, তা হয়তো কেউ ভাবতেই পারবেন না। কিন্তু মুর্শিদাবাদের গুধিয়া গ্রামে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গাছ কাটা নিয়ে বিবাদ, তারপর গুলি! জমি সংক্রান্ত এই বিবাদের জেরে রবিবার রাতে মুর্শিদাবাদ থানা এলাকায় চলল গুলি। মুর্শিদাবাদ থানার গুধিয়া গ্রামে গুলিতে আহত হন একজন। নিজের ভাইপোর হাতে আহত হন কাকা। আহত অবস্থায় কাকা সাজ্জাদ শেখ চিকিৎসাধীন বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। (Bangla News)
জানা গিয়েছে, বাড়ি তৈরি করার জন্য রবিবার গাছ কাটা নিয়ে বিবাদ তৈরি হয়। কাকা সাজ্জাদ শেখের সঙ্গে বিবাদ তৈরি হয় ভাইপো সাবিরুল শেখের। অভিযোগ, সেই বিবাদের জেরেই রবিবার রাতে কাকার বাড়িতে ঢুকে, ভাইপো সাবিরুল শেখ দেশি পিস্তল দিয়ে তাঁকে গুলি করে। যার ফলে সাজ্জাদ শেখের মাথায় ও বাম হাতে আঘাত লাগে। পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় রবিবার রাতেই সাজ্জাদ শেখকে চিকিৎসার জন্য ভর্তি করেছে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
advertisement

advertisement
আরও পড়ুন: লালবাগে গ্যাস লিকের ঘটনায় অসুস্থ ১৪ জন, কীভাবে এমন দুর্ঘটনা? দমকল যা বলল...
এই ঘটনার জেরে সাজ্জাদ শেখ মুর্শিদাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করে তার ভাইপো সাবিরুল শেখের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
advertisement
আরও পড়ুন: ৩০ বছর ধরে পুরুষের ছদ্মবেশে রয়েছেন এই মহিলা, কারণ শুনলে চমকে উঠবেন!
পরিবারের সদস্যরা জানিয়েছেন, সাজ্জাদ শেখ তার বাড়ির পাশের একটি ঘর করবে বলে গাছ কাটছিল। আর সেই গাছ কাটায় বাধা দেয় ভাইপো বলে অভিযোগ। আর তার জেরেই এই গুলি চলে। বর্তমানে আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন সাজ্জাদ শেখ। তবে সামান্য গাছ কাটা নিয়ে বিবাদের জেরে গুলির ঘটনায়, পুলিশ তদন্তের পাশাপাশি কোথা থেকে এই দেশি বন্দুক এল, তারও তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 16, 2022 3:17 PM IST