Bangla News: বুলন্দ ভারতের তেজ দেখল লাল ফৌজ! অরুণাচলে যা ঘটল, ভারতবাসী হিসেবে গর্ব হবে!
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
Bangla News: সম্প্রতি একমাস ব্যাপী ভারতীয় সেনার একটি প্রশিক্ষণকে কেন্দ্র করে এমনটাই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।
কলকাতা : অরুণাচল প্রদেশে অস্থির পরিস্থিতি তৈরির চেষ্টা লাগাতার চালিয়ে যাচ্ছে ড্রাগনের দেশ চিন। তার মধ্যেই অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্তে নিজেদের ক্ষমতা প্রদর্শন করল ভারতীয় সেনা।
সম্প্রতি একমাস ব্যাপী ভারতীয় সেনার একটি প্রশিক্ষণকে কেন্দ্র করে এমনটাই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং এবং তাওয়াং জেলায় একটি সিঙ্ক্রোনাইজ আর্টিলারি রেঞ্জ এবং ফায়ার পাওয়ার মহড়া চালিয়েছে ভারতীয় সেনা। উচ্চতম স্থানে, দুর্গম আবহাওয়ায় ভারতীয় সেনা নিজের আগ্নেয়াস্ত্র গুলির পরীক্ষামূলক মহড়া চালিয়েছে।
সূত্র মারফৎ জানা গিয়েছে, ইস্টার্ন থিয়েটারের উদ্যোগে একটি সমন্বিত নজরদারি এবং ফায়ার পাওয়ার প্রশিক্ষণ চালানো হয়েছে অরুণাচল প্রদেশে। যার পোশাকি নাম দেওয়া হয়েছে বুলন্দ ভারত। যা উচ্চতম জায়গায় চলা দীর্ঘতম প্রশিক্ষণ। এই প্রশিক্ষনে অংশগ্রহণ করেছিল বিশেষ বাহিনী, বিমান বাহিনী এবং কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী।
advertisement
advertisement
এই প্রশিক্ষণের মাধ্যমে আর্টিলারি রেঞ্জের সক্ষমতা এবং ফায়ার পাওয়ার খতিয়ে দেখা হয়েছে। বিশেষ করে অরুণাচল প্রদেশের সীমান্তে যে উচ্চতম জায়গা এবং দুর্গম আবহাওয়া, সেই জায়গায় সেনাবাহিনী এই অস্ত্র গুলি চালাতে কতটা পারদর্শী, বা এমন কঠিন পরিস্থিতিতে অস্ত্রগুলির পারফরম্যান্স কেমন, তারই মহড়া চালানো হয়েছে বুলন্দ ভারতের মাধ্যমে।
advertisement
তবে ভারতীয় সেনার অরুণাচল সীমান্তের এই মহড়া একটু বিশেষ চোখেই দেখছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। তারা মনে করছেন, এই মহড়া একপ্রকার চিনের কাছে ভারতের শক্তি প্রদর্শন। বুঝিয়ে দেওয়া, চিন যদি অরুণাচল প্রদেশ সীমান্তে কোনও রকম অস্থির পরিস্থিতির সৃষ্টি করতে চায়, তাহলে চুপ করে বসে থাকবে না ভারত। শি জিংপিংয়ের দেশকে যোগ্য জবাব দেওয়ার পরিস্থিতি রয়েছে ভারতের কাছে।
advertisement
ভারতের কাছে রয়েছে প্রশিক্ষিত জওয়ানরা। রয়েছে উপযুক্ত অস্ত্রও। ফলে এই মহড়া দেখার পর সীমান্তে চিন কোনও পদক্ষেপ করার আগে একবার হলেও ভাববে। হিসাব করছে দেখবে ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতাও। কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রশিক্ষণের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা যেমন সীমান্তে নিজেদের সক্ষমতা, দক্ষতা এবং অস্ত্র গুলির পারফরমেন্স খতিয়ে দেখতে পারলেন, তেমনভাবেই চোখ রাঙানো চীনকে সাবধান হওয়ার একটা বার্তা দেওয়া হল।
advertisement
—-Nayan Ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 04, 2023 10:37 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: বুলন্দ ভারতের তেজ দেখল লাল ফৌজ! অরুণাচলে যা ঘটল, ভারতবাসী হিসেবে গর্ব হবে!