উত্তর ২৪ পরগনা: দীর্ঘ কয়েক বছর বন্ধ থাকার পর, আবারও থানায় অনুষ্ঠিত হল ইফতার মজলিস। সাধারণ মানুষের মধ্যে জনসংযোগ গড়ে তোলার পাশাপাশি সর্বধর্ম সমন্বয়ের বার্তা তুলে ধরা হল প্রশাসনের পক্ষ থেকে। পবিত্র রমজানের ইফতার মজলিসে দেখা গেল বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককেও।
মার্চ মাসের ২৪ তারিখ থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাসের রোজা রাখার পালা। তাই এদিন রোজা শেষে শতাধিক সংখ্যালঘু মানুষদের নিয়ে ইফতার মজলিসের আয়োজন করা হয় হাবড়া থানা উৎসব সমন্বয় কমিটির পক্ষ থেকে। ইফতার অনুষ্ঠান শেষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, সর্বধর্ম সমন্বয়ের এই ভারতবর্ষে হিন্দু -মুসলিম-খ্রিষ্টান সবাই আমরা ভাই ভাই। গত দু-তিন বছর ধরে কোভিডের কারণে পবিত্র রমজান মাসের এই ইফতার মজলিসের আয়োজন আমরা করতে পারিনি।
আরও পড়ুন: হুইল চেয়ারে অনুব্রত মণ্ডল, হলটা কী! ছোট্ট প্রশ্নের উত্তরে যা বললেন, তাজ্জব সবাই
আবার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, আবার সেই খুশির দিনটি ফিরে এসেছে। পবিত্র রমজান মাসে সংখ্যালঘু ভাইয়েরা সারাদিন না খেয়ে থেকে সন্ধ্যের পরে রোজা ভাঙেন। আমরা হিন্দু ভাইয়েরাও তাদের সঙ্গে খাবার গ্রহণ করলাম এটাই তো আমরা। হাবড়া থানায় এদিনের অনুষ্ঠানে ইফতারের আয়োজন করা হয় ফল, জুস নানা আহারাদির মধ্যে দিয়ে। যা খেয়ে রোজা ভাঙ্গেন শতাধিক সংখ্যালঘু ভাইয়েরা পাশাপাশি উপস্থিত ছিলেন হিন্দু ভাইয়েরাও।
আরও পড়ুন: 'পুলওয়ামা কাণ্ডের তদন্ত হোক', হঠাৎ বিরাট দাবি মমতার! হলটা কী? নিশানায় অমিত শাহ
এই অনুষ্ঠানের মাধ্যমে সম্প্রীতির এই নজির যেন অন্য বার্তা তুলে ধরল সমাজে। আর তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করল প্রশাসন।
-----Rudra Narayan Roy
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bangla News, Iftar Party, West bengal Police