Bangla News: থানায় বসল মজলিস, হাজির মন্ত্রীও! কারণ শুনলে বাংলার সম্প্রীতি নিয়ে গর্ব হবে
- Published by:Suman Biswas
Last Updated:
Bangla News: থানায় বসল মজলিস, জনসংযোগ বাড়াতে ইফতার প্রশাসনের হাজির মন্ত্রীও।
উত্তর ২৪ পরগনা: দীর্ঘ কয়েক বছর বন্ধ থাকার পর, আবারও থানায় অনুষ্ঠিত হল ইফতার মজলিস। সাধারণ মানুষের মধ্যে জনসংযোগ গড়ে তোলার পাশাপাশি সর্বধর্ম সমন্বয়ের বার্তা তুলে ধরা হল প্রশাসনের পক্ষ থেকে। পবিত্র রমজানের ইফতার মজলিসে দেখা গেল বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককেও।
মার্চ মাসের ২৪ তারিখ থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাসের রোজা রাখার পালা। তাই এদিন রোজা শেষে শতাধিক সংখ্যালঘু মানুষদের নিয়ে ইফতার মজলিসের আয়োজন করা হয় হাবড়া থানা উৎসব সমন্বয় কমিটির পক্ষ থেকে। ইফতার অনুষ্ঠান শেষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, সর্বধর্ম সমন্বয়ের এই ভারতবর্ষে হিন্দু -মুসলিম-খ্রিষ্টান সবাই আমরা ভাই ভাই। গত দু-তিন বছর ধরে কোভিডের কারণে পবিত্র রমজান মাসের এই ইফতার মজলিসের আয়োজন আমরা করতে পারিনি।
advertisement
advertisement
আবার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, আবার সেই খুশির দিনটি ফিরে এসেছে। পবিত্র রমজান মাসে সংখ্যালঘু ভাইয়েরা সারাদিন না খেয়ে থেকে সন্ধ্যের পরে রোজা ভাঙেন। আমরা হিন্দু ভাইয়েরাও তাদের সঙ্গে খাবার গ্রহণ করলাম এটাই তো আমরা। হাবড়া থানায় এদিনের অনুষ্ঠানে ইফতারের আয়োজন করা হয় ফল, জুস নানা আহারাদির মধ্যে দিয়ে। যা খেয়ে রোজা ভাঙ্গেন শতাধিক সংখ্যালঘু ভাইয়েরা পাশাপাশি উপস্থিত ছিলেন হিন্দু ভাইয়েরাও।
advertisement
এই অনুষ্ঠানের মাধ্যমে সম্প্রীতির এই নজির যেন অন্য বার্তা তুলে ধরল সমাজে। আর তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করল প্রশাসন।
-----Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 17, 2023 4:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: থানায় বসল মজলিস, হাজির মন্ত্রীও! কারণ শুনলে বাংলার সম্প্রীতি নিয়ে গর্ব হবে