Mamata Banerjee: 'পুলওয়ামা কাণ্ডের তদন্ত হোক', হঠাৎ বিরাট দাবি মমতার! হলটা কী? নিশানায় অমিত শাহ
- Written by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Mamata Banerjee: তাঁর মুখ্যমন্ত্রীত্বে বাংলার পরিস্থিতি, ভোট পরবর্তী হিংসার কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''নির্বাচনের পর এরকম ঘটনা ঘটে সব জায়গায়। আমার দায়িত্ব নেওয়ার আগে ঘটনা ঘটেছে।''
কলকাতা: রাজ্যে কেন্দ্রীয় দল পাঠানো নিয়ে এবার রুদ্রমূর্তি ধারণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে এদিন মমতা বলেন, ''এই রাজ্যে ১৫১ কেন্দ্রীয় দল পাঠিয়েছে৷ দলের অনেক ছেলেই এখনও জেলে আছে। পুলওয়ামাতে কটা কেন্দ্রীয় দল পরিদর্শন করল? এখন উত্তরপ্রদেশে কটা কেন্দ্রীয় দল পরিদর্শন করল? ১০০ দিনের কাজের লোকেদের মাইনে দেওয়া হচ্ছে না। নেতারা থাকবেন এসিতে, ছাউনির নীচে। লু বইছে৷ ওনার সভায় ১১ জন মারা গেল। ৬০০ জন আহত। চোখের জল পড়েছে অমিত শাহের। কটা কেন্দ্রীয় দল গেল পরিদর্শন করতে।''
প্রসঙ্গত, এদিনের মন্তব্যে ফের একবার পুলওয়ামা প্রসঙ্গ উসকে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। দাবি করলেন, ওই ঘটনার তদন্তের। মুখ্যমন্ত্রীর কথায়, ''কথায় কথায় বাংলায় কেন্দ্রীয় দল পাঠানো হচ্ছে। আমরা পুলওয়ামার ঘটনার তদন্ত দাবি করছি। পুলওয়ামা কাণ্ডে কটা কেন্দ্রীয় দল গেছে? পুলওয়ামা কাণ্ডে সুপ্রিম কোর্টের বর্তমানে কর্মরত বিচারপতি দিয়ে তদন্ত হোক। সংবিধানের প্রতি আমার পূর্ণ আস্থা আছে৷ বেছে বেছে কেন্দ্রীয় দল পাঠানো হচ্ছে বিজেপি বিরোধী রাজ্যে৷ বিএসএফের এক্তিয়ার কেন বাড়ানো হল? পঞ্চায়েত ভোট আসছে বলে? ওই এলাকায় প্রচুর গ্রামবাসী আছে। তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। একটা চকোলেট বোম ফাটালেও NIA পাঠায়।''
advertisement
advertisement
তাঁর মুখ্যমন্ত্রীত্বে বাংলার পরিস্থিতি, ভোট পরবর্তী হিংসার কথা বলতে গিয়ে মমতা বলেন, ''নির্বাচনের পর এরকম ঘটনা ঘটে সব জায়গায়। আমার দায়িত্ব নেওয়ার আগে ঘটনা ঘটেছে। আমি দায়িত্ব নেওয়ার পরে ঘটেনি। আমাদের দলের অনেককে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। আমাদের সব প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে , এটা গণতন্ত্রের কাজ নয়। ১০০ দিনের কাজের লোকেদের কাজ করতে দেওয়া হচ্ছে না।''
advertisement
একের পর এক বিরোধী নেতাদের ইডি-সিবিআই তলব প্রসঙ্গেও এদিন রীতিমতো চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছেন মমতা। বলেন, ''সরকার চায় না সংসদ ভবন চলুক। গায়ের জোরে সব করছে। ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে৷ কার ইশারায় কেন্দ্রীয় এজেন্সি বিরোধীদের বিরক্ত করছে? বিজেপি যেন আমাদের দুর্বল না ভাবে। ২১-এ শুরু করেছিল। ৩৫ দূরের কথা। আগে ৫'টা পেয়ে দেখাক। বেশি করে বিধায়ককে ইনভলভড করা ওদের গেম প্ল্যান৷ আমাদের বিধায়ক অনেক আছে৷ আরও ৫-৭ জন আমাদের সঙ্গে আছে।''
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 17, 2023 2:49 PM IST










