Scam Kuntal Ghosh: চিঠিতেই চরম বিপদ, হাইকোর্ট বলতেই বিরাট পদক্ষেপ CBI-এর! জেলে দিনের বেলায় যা হবে...
- Written by:Amit Sarkar
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Scam Kuntal Ghosh: এখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে একসঙ্গে জিজ্ঞাসাবাদের কথা বলেছিলেন ইডি-র আবেদনের প্রেক্ষিতে।
কলকাতা: কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় বিরাট পদক্ষেপ করল সিবিআই। হাইকোর্টের নির্দেশ মেনে জেলে গিয়ে কুন্তলকে জেরা করতে চায় সিবিআই। এ বিষয়ে আলিপুর বিশেষ সিবিআই আদালতে আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। জেলে গিয়ে কুন্তলকে জেরার আবেদন মঞ্জুর করল আদালত। আলিপুর আদালতের নির্দেশ দিনের বেলা জেলে গিয়ে কুন্তলকে জেরা করতে পারবে সিবিআই। এমনই নির্দেশ দিয়েছে আদালত।
তবে, এখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে একসঙ্গে জিজ্ঞাসাবাদের কথা বলেছিলেন ইডি-র আবেদনের প্রেক্ষিতে। সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। এদিন সেই নির্দেশেই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।
advertisement
advertisement
সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনু সিংভি আদালতে একটি সংবাদমাধ্যমে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকারের ভিডিও পেশ করেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ার বেঞ্চ অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে এদিন। মামলার পরবর্তী শুনানি ২৪ এপ্রিল।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষিতে ইডির আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার সরাসরি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলে বসেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে খুব দ্রুত একসঙ্গে জিজ্ঞাসাবাদ করা উচিত। দুজনকেই জিজ্ঞাসাবাদ করুক সিবিআই-ইডি। যা নিয়ে রীতিমতো তোলপাড় পড়ে যায় বাংলায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে আক্রমণ শানায় তৃণমূলও। যদিও হাই কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে এদিন সরাসরি আদালতের অনুমতি নিয়েই কুন্তলকে ফের জেরা করতে চলেছে সিবিআই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 17, 2023 1:52 PM IST










