Abhishek Banerjee: এই প্রথম, অভিষেককে ঘিরে বিরাট পরিকল্পনা তৃণমূলের! দেখা যাবে বেনজির দৃশ্য

Last Updated:

Abhishek Banerjee: বুথে বুথে অভিষেক বন্দোপাধ্যায়? কর্মীদের চাঙ্গা করতে বড় পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের। 

কলকাতা: পঞ্চায়েত ভোটের আগে রাজ্যজুড়ে প্রচারে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঈদের পরেই অভিষেকের নয়া কর্মসূচী। গোটা রাজ্য জুড়ে অভিষেক প্রচার করবেন। অভিষেক পৌঁছে যাবেন বিভিন্ন গ্রামে।পঞ্চায়েতের আগে বুথে বুথে কি অভিষেক বন্দোপাধ্যায়? রাজ্যের একাধিক প্রান্তে যেতে পারেন অভিষেক নিজেই। পঞ্চায়েতের প্রার্থী নিয়ে দলের অবস্থান স্পষ্ট করেছেন আগেই। প্রার্থী বাছাই নিয়ে জটিলতা চায় না তৃণমূল। কর্মীদের চাঙ্গা করতে বিভিন্ন বুথে যেতে পারেন তৃণমূল শীর্ষ নেতা।
একই সঙ্গে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে কথা বলতে পারেন সরাসরি মানুষের সঙ্গে। রাজ্যজুড়ে প্রচারে, একাধিক জায়গায় সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংগঠনিক দিক থেকে পিছিয়ে পড়া জেলায় সভা করছেন অভিষেক। আর সেই সব সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছেন, পঞ্চায়েত ভোটের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে একটা প্রক্রিয়া নিয়ে আসা হচ্ছে। পঞ্চায়েতের আগে এবার তাই রাজ্য চষে বেড়ানোর পরিকল্পনা নিচ্ছেন দলের সেকেন্ড ইন কমান্ড।
advertisement
advertisement
পঞ্চায়েতের গুরুদায়িত্ব কাঁধে নিয়ে জনসংযোগে থাকবেন তিনি। ২০১৮ সালের পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি চাইছে না তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েতের অশান্তির জেরেই ২০১৯ সালের লোকসভা ভোটে ফল খারাপ হয়। ইতিমধ্যেই অমিত শাহ, বঙ্গ সফরে এসে ৩৫ আসনের টার্গেট বেঁধে দিয়েছেন বঙ্গ বিজেপির জন্য। এই অবস্থায় পঞ্চায়েতকে অ্যাসিড টেস্ট ধরে বুথে বুথে সংগঠনের হাল হকিকত এখন থেকেই বুঝতে চাইছেন তিনি৷
advertisement
সূত্রের খবর চলতি মাসের শেষ সপ্তাহ থেকে এই কর্মসূচী শুরু করবেন অভিষেক বন্দোপাধ্যায়। তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে, একাধিক জায়গায় যেমন যাবেন, তেমনি একাধিক বুথে তার তরফের কোনও প্রতিনিধিও থাকতে পারেন৷ দিদির সুরক্ষা কবচের মাধ্যমে একাধিক রিপোর্ট ইতিমধ্যেই দলের অন্দরে আসতে শুরু করেছে। মানুষ কী চাইছেন, তার আন্দাজ ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে। এই অবস্থায় বড় সভা না করে, সাধারণ মানুষের মন বুঝতে বুথে যেতে চলেছেন খোদ অভিষেক। সূত্রের খবর, কেন্দ্রীয় প্রকল্পের বঞ্চনা নিয়ে যে চিঠি লেখার কর্মসূচী নেওয়া হয়েছে, তাতে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: এই প্রথম, অভিষেককে ঘিরে বিরাট পরিকল্পনা তৃণমূলের! দেখা যাবে বেনজির দৃশ্য
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement