Bangla News: শোষক পোকার হামলা, আর মিলবে না গোবিন্দভোগ চাল?
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:Saradindu Ghosh
Last Updated:
Bangla News: অনেকের এখনও ধান কাটা বাকি ছিল। অনেকে ধান কেটে জমিতে ফেলে রেখেছিলেন।
কলকাতা: সুগন্ধী গোবিন্দভোগ চালের এবার আকাল দেখা দিতে পারে। এমনিতেই শোষক পোকার আক্রমণে পাকা ধানের শিষ শুকিয়ে যাচ্ছিল। তার ওপর অসময়ের বৃষ্টি এই চাষের দফারফা করে দিয়েছে।
অনেকের এখনও ধান কাটা বাকি ছিল। অনেকে ধান কেটে জমিতে ফেলে রেখেছিলেন। অনেকে ধানগাছ গাদা করে রেখেছিলেন। সেসব ধানই নষ্ট হয়ে যাবে।
কৃষকরা বলছেন, বাদামি শোষক পোকার আক্রমণের পর টানা বর্ষণ সব শেষ করে দিল। এবার ভালো ফলন হবে বলে আশা করা হয়েছিল। শেষ মুহূর্তে শোষক পোকার আক্রমণ দেখা দেয়। তবুও কিছু ধান পাওয়া যেত। কিন্তু এই বৃষ্টির পর সেই আশাটুকুও রইলো না। বৃষ্টিতে ভেজা এই ধানে কল বেরিয়ে যাবে। এর আর দাম পাওয়া যাবে না।
advertisement
advertisement
বর্ধমানের রায়না খন্ডঘোষে ব্যাপকভাবে সুগন্ধী খাস ধানের চাষ হয়। সেই চাল গোবিন্দভোগ নামেও পরিচিত। এই চাল এ রাজ্যের তো বটেই দক্ষিণের রাজ্যগুলিরও চাহিদা মেটায়। বিদেশেও এই সুগন্ধী ধানের ব্যাপক চাহিদা। এখানে সেই ধান এখন পুরোপুরি নষ্টের মুখে।
advertisement
চাষিরা জানিয়েছেন, খাস ধান কিছুটা দেরিতেই কাটা হয়। কালী পুজোর পর বৃষ্টির আর তেমন আশংকা থাকে না। ডিসেম্বরের শুরুতে ধান তোলার কাজ চলে। ধান ঝেড়ে তা গোলায় তোলা হয়। সেই কাজ চলাকালীণ এই প্রাকৃতিক দুর্যোগ নেমে এলো।
advertisement
তাঁরা বলছেন, শোষক পোকার আক্রমণ হলেও ধান কেটে খরচের কিছুটা উশুল করা যাবে বলে আশা করা হয়েছিল। কিন্তু বৃষ্টি যে সর্বশান্ত করে দেবে তা ভাবনার মধ্যে ছিল না। অনেকেই ধার দেনা করে চাষ করেছিলেন। তাঁরা এখন কি করে এই লোকসান সামাল দেবেন তা ভেবে উঠতে পারছেন না। জেলা কৃষি দফতরের আধিকারিকরা বলছেন, অনেকেই ধান কেটে তা ঘরে তুলেছিলেন। তবে মাঠেও কিছু জমির ধান ছিল। এই বৃষ্টিতে সেই ধানের ক্ষতি হবে। এ ব্যাপারে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 07, 2023 10:10 PM IST