Bangla News: সীমান্তে ব্যাগের মধ্যে ওটা কী? এক ব্যক্তিতে ধরতেই চক্ষু চড়কগাছ BSF-এর! কী মিলল?
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Bangla News: সীমান্তে ৮০ লক্ষ টাকা সোনার বিস্কুট ও রুপোর গয়না উদ্ধার, গ্রেফতার এক পাচারকারী।
বসিরহাট: সীমান্তে ১০টি সোনার বিস্কুট ও ১৭ কিলো রুপোর গয়না উদ্ধার, গ্রেফতার এক পাচারকারী। বসিরহাটের স্বরূপনগর থানার বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দহরকান্দা সীমান্তের ঘটনা।
বুধবার মিন্টু গোলদার নামে এক পাচারকারী সোনার বিস্কুট গুলি ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা করছিল। সেই সময় ১১২ নম্বর ব্যাটেলিনের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সন্দেহ হয়। হাতেনাতে সোনার বিস্কুট সহ ওই পাচারকারীকে গ্রেফতার করে। তার বাড়ি দহরকান্দা গ্রামে। বিএসএফ তার কেছে থেকে উদ্ধার করেছে ১০টি সোনার বিস্কুট যার ওজন প্রায় ১ কিলো ১৯৩ গ্রাম, বাজার মূল্য ৭৩ লক্ষ টাকা। অন্যদিকে স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত থেকে একটি গোপন জায়গা থেকে ১৭ কিলো ১০০ গ্রাম রুপোর গহনা উদ্ধার করে বিএসএফ। বাজার মূল্য প্রায় ছয় লক্ষ টাকা।
advertisement
advertisement
উদ্ধার হওয়া সোনার বিস্কুট ও রুপোর গয়না সহ পাচারকারী মিন্টু গোলদারকে তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃত পাচারকারীকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।
advertisement
সোনার বিস্কুট গুলি থাইল্যান্ড, মায়ানমার ও বাংলাদেশ হয়ে সীমান্তরক্ষী বাহিনীর নজর এড়িয়ে ভারতে ঢুকলো কী করে? তা নিয়ে আরও একবার সীমান্তে বিএসএফের নজরদারি নিয়ে প্রশ্ন উঠে গেল।
—– জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 27, 2023 12:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: সীমান্তে ব্যাগের মধ্যে ওটা কী? এক ব্যক্তিতে ধরতেই চক্ষু চড়কগাছ BSF-এর! কী মিলল?