Tarapith: গরমে তারাপীঠ যেতে ভয় পাচ্ছেন! এসি রুমে বিরাট ছাড় চলছে সব হোটেলে! ভাড়া কত জেনে নিন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:Souvik Roy
Last Updated:
Tarapith: তীব্র গরমে বীরভূমের তারাপীঠ মা তারার মন্দিরের দর্শনে আসছেন! এসি রুমের ভাড়া কত রয়েছে জানেন?
বীরভূম: বীরভূমের তারাপীঠ সিদ্ধপীঠ নামে পরিচিত। বহু তন্ত্রসাধক এখানে নিজেদের তন্ত্র সাধনা করতেন তারাপীঠ মহাশ্মশানে আসেন। আর এই কারণেই তারাপীঠ সিদ্ধপীঠ তন্ত্রপীঠ নামে পরিচিত। এখন প্রত্যেকদিন বহু পর্যটক দূর দূরান্ত থেকে তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার জন্য ছুটে আসেন। বিশেষ করে তারাপীঠ মন্দিরে ভাদ্র মাসের কৌশিকী আমাবস্যায় লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে। এ ছাড়াও রথযাত্রায় ফলহারিনী আমাবস্যা বিভিন্ন সময় কয়েক হাজার মানুষের সমাগম হয়।
সাধক বামাক্ষ্যাপার জন্য খ্যাতির চূড়ায় পৌঁছেছে এই তারাপীঠ। বিশেষত তারাপীঠ মন্দিরে এই গরমের ছুটিতে হাজার হাজার পর্যটক এবং ভক্তদের আনাগোনা লেগে থাকে। তবে এই বছর বৈশাখ মাসে প্রথম থেকেই তীব্র দাবদাহ শুরু হয়েছে বীরভূমে। দুপুর ১১’টার পর আর কেউ তেমন বাড়ির বাইরে বের হতে চাইছেন না।
আরও পড়ুনঃ ওষুধ নয়, এই গাছ সাক্ষাৎ ‘হাসপাতাল’! জেদি পুরনো হাড়-গাঁটের ব্যথা ৭ দিনে ভ্যানিশ! রোধ করে টাক পড়া, শুধু জানুন সঠিক ব্যবহার
আজ বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। মূলত এই গরমেও তারাপীঠে ভিড় থাকে। তবে এই বছর অন্যান্য বছর তুলনায় অনেকটাই দাবদাহ বেশী। ফলে বেড়াতে গেলে এসি হোটেল থাকা ছাড়া একেবারেই অসম্ভব। অনেকেই মনে করছেন এই গরমে তারাপীঠ এলে হোটেলের এসি রুমের ভাড়া অনেকটাই বেশি হবে। সেই কারণে অনেকেই আসতে চাইছেন না।
advertisement
advertisement
তবে জানেন কী আপনার এই ধারণা সম্পূর্ণ ভুল! তারাপীঠ হোটেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুনীল গিরি জানান, এ বছর এত গরম হওয়ার কারণে আগত পর্যটকদের কথা মাথায় রেখে প্রায় প্রত্যেকটি হোটেলে এসি রুমে 30% করে ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি পর্যটকদের জন্য বেশ কিছু নতুনত্ব সুবিধা নিয়ে এসেছে হোটেল কর্তৃপক্ষ। দু-তিন দিন ধরে অতিরিক্ত গরমের কারণে তারাপীঠে পর্যটক অনেকটাই কম থাকলেও আগামী দিনে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হলে পর্যটকদের সংখ্যা আগের মতো হবে।
advertisement
এ দিকে তারাপীঠ মন্দির কমিটির সেক্রেটারি তারাময় মুখোপাধ্যায় জানান, অতিরিক্ত গরমের জন্য বেশ কয়েকদিন থেকে পর্যটকদের সংখ্যা অনেকটাই কম রয়েছে। তারাপীঠে পর্যটকদের কথা মাথায় রেখে তারাপীঠ মন্দির কমিটি বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। গোটা মন্দির চত্বরে ত্রিপল টানানোর পাশাপাশি পর্যাপ্ত জলের ব্যবস্থা রাখা হয়েছে। কেউ যদি অসুস্থ হয়ে যায় চিকিৎসার ব্যবস্থা করছেন তারাপীঠ মন্দির কমিটি।
advertisement
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 27, 2024 8:04 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tarapith: গরমে তারাপীঠ যেতে ভয় পাচ্ছেন! এসি রুমে বিরাট ছাড় চলছে সব হোটেলে! ভাড়া কত জেনে নিন