Bangla News: দৈত্যাকার চেহারা! বাগে পেলেই ছিঁড়ে খাবে, বাড়ির পুকুরে ওটা কী ভাসছে? বাসন্তীতে তুলকালাম

Last Updated:

Bangla News: সুন্দরবনের মানুষরা জানেন যে, সুন্দরবনে গিয়ে কুমির আর বাঘের দর্শন পাওয়া মানে সাক্ষাৎ মৃত্যু। বাসন্তীর গ্রামের পুকুরে ভাসছে ওটা কী?

+
প্রতীকী

প্রতীকী ছবি

দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবন মানেই জলে কুমির, ডাঙায় বাঘ। কার্যত এমনই প্রবাদ দীর্ঘদিন ধরে চলে আসছে সুন্দরবনে। সুন্দরবনে ভ্রমণপিপাসু বাঙালি ঘুরতে যায় কুমির এবং রয়েল বেঙ্গল টাইগারের দর্শন করার জন্য। কিন্তু সুন্দরবনের মানুষরা জানেন যে, সুন্দরবনে গিয়ে কুমির আর বাঘের দর্শন পাওয়া মানে সাক্ষাৎ মৃত্যু।
বৃহস্পতিবার সকালে কুমির আতঙ্কে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। দক্ষিণ ২৪ পরগনা সুন্দরবনের বাসন্তী থানার মসজিদ বাটি গ্রামে এক ব্যক্তির পুকুরে দৈত্যাকার কুমির দেখতে পায় গ্রামবাসীরা এরপর মুহুর্তের মধ্যে এলাকাবাসীরা ওই ব্যক্তির পুকুরে চলে আসে। দৈত্যাকার কুমির গ্রামের মধ্যে ঢুকে পড়ার কারণে যেমন আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা, তেমনই কৌতূহলবশত কুমির দেখতে পুকুরের কাছে ভিড় জমান প্রায় কয়েকশো মানুষ।
advertisement
কুমির কুমির
advertisement
আরও পড়ুন: ভয়াবহ পরিস্থিতি সিকিমের; রাস্তায় বইছে তিস্তার জল, মঙ্গনে ধসে আটকে লাশ! দেখুন
স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার সকালে মসজিদ বাটি গ্রামের মঙ্গল মণ্ডল নামে এক ব্যক্তির পুকুরে হঠাৎই কুমির দেখতে পান স্থানীয়রা। এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় বন দফতরকে। দৈত্যাকার কুমিরটিকে উদ্ধার করতে ইতিমধ্যে এলাকায় এসে পৌঁছেছে মাতলা বন রেঞ্জের বন আধিকারিকেরা। স্থানীয়দের প্রাথমিক অনুমান পাশেই রয়েছে বিদ্যাধরী নদী সেই বিদ্যাধরী নদী থেকেই এই দৈত্যাকার কুমিরটি এলাকায় ঢুকে পড়েছে।
advertisement
প্রায় ১১ থেকে ১২ ফুট লম্বা এই কুমিরটি, জানা গিয়েছে। কুমির উদ্ধার করার কাজ চালাচ্ছেন বন দফতরের আধিকারিকেরা। বন দফতর সূত্রে খবর, সুন্দরবনে প্রায় সময় বিভিন্ন নদী থেকে কুমির লোকালয়ের মধ্যে ঢুকে পড়ে। খাদ্যের সন্ধানে কুমির সম্ভবত এমন করে।
advertisement
এলাকাবাসীরা খবর দিলে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে গিয়ে কমিটিকে উদ্ধার করে। কার্যত এই কুমিরটিও সেই রকম খাবারের সন্ধানে হয়তো লোকালয়ের মধ্যে ঢুকে পড়েছে। কুমিরটিকে উদ্ধার করে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার জন্য ঝড়খালি বন বিভাগে নিয়ে গিয়ে পরীক্ষার পর পুনরায় সুন্দরবনের নদীতে ছেড়ে দেওয়া হবে।
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: দৈত্যাকার চেহারা! বাগে পেলেই ছিঁড়ে খাবে, বাড়ির পুকুরে ওটা কী ভাসছে? বাসন্তীতে তুলকালাম
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement