Bangla News: ফের শহরে মর্মান্তিক কাণ্ড! তিনদিন ধরে নিখোঁজ, নিউটাউনের গেস্ট হাউসের দরজা ভেঙে উদ্ধার আইটি কর্মীর দেহ
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Bangla News: দশমী থেকে নিখোঁজ, আইটি কর্মীর খোঁজে নিউ টাউনের গেস্ট হাউসে পুলিশ। দরজা ভেঙে উদ্ধার হল মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, মৃত ওই যুবকের নাম চন্দ্রনাথ মুখোপাধ্যায়৷ পেশায় আইটি কর্মী ৩৪ বছর বয়স।
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: দশমী থেকে নিখোঁজ, আইটি কর্মীর খোঁজে নিউ টাউনের গেস্ট হাউসে পুলিশ। দরজা ভেঙে উদ্ধার হল মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, মৃত ওই যুবকের নাম চন্দ্রনাথ মুখোপাধ্যায়৷ পেশায় আইটি কর্মী ৩৪ বছর বয়স। দশমীর দিন থেকে নিখোঁজ ছিলেন তিনি৷ উত্তর চব্বিশ পরগনার শ্যামনগরের বাসিন্দা যুবকের খোঁজে পুলিশে অভিযোগও জানিয়েছিল পরিবার৷ শেষ পর্যন্ত নিউটাউনের একটি গেস্ট হাউস থেকে উদ্ধার হল নিখোঁজ সেই যুবকের দেহ।
পুলিশ সূত্রে খবর, চন্দ্রনাথের পরিবার তাঁর খোঁজে নোয়াপাড়া থানায় নিখোঁজ ডায়েরি করে৷ যুবকের খোঁজ করতে গিয়ে তাঁর মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করতে শুরু করে পুলিশ৷ মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করেই নিউটাউনের গৌরাঙ্গনগর এলাকার একটি গেস্ট হাউসে পৌঁছায় পুলিশ৷ এরপরই ঘরের দরজা ভাঙার সিদ্ধান্ত নেয় পুলিশ। দরজা ভাঙতে দেখা যায় ঘরের ভিতরে ওই যুবকের মৃতদেহ পড়ে রয়েছে৷ মৃতদেহের পাশে একাধিক ঘুমের ওষুধের শিশিও পড়ে থাকতে দেখা যায়৷ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ৷
advertisement
advertisement
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই যুবক৷ কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ৷ গোটা ঘটনা নিয়ে পুলিশ তদন্ত করছে। এ বিষয়ে পরিবারের তরফ থেকেও জানানো হচ্ছে পুলিশ তদন্ত করে সত্য উদঘাটিত করুক। তার পাশাপাশি স্থানীয় কাউন্সিলর এই ঘটনার জন্য প্রশাসনের উপরে আস্থা রাখছেন। তবে কি কারণে ঠিক মৃত্যু তা এখনও স্পষ্ট নয়।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 05, 2025 8:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: ফের শহরে মর্মান্তিক কাণ্ড! তিনদিন ধরে নিখোঁজ, নিউটাউনের গেস্ট হাউসের দরজা ভেঙে উদ্ধার আইটি কর্মীর দেহ