Bongaon: শহরের নিরাপত্তা বাড়াতে ড্রোন নিষিদ্ধ করল বনগাঁ পুরসভা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
বিয়ে,সামাজিক অনুষ্ঠান-সহ যে-কোন অনুষ্ঠানে বনগাঁ শহরে ড্রোন ব্যবহার নিষিদ্ধ করল বনগাঁ পৌরসভা
#বনগাঁ: বিয়ে,সামাজিক অনুষ্ঠান-সহ যে-কোন অনুষ্ঠানে বনগাঁ শহরে
ড্রোন ব্যবহার নিষিদ্ধ করল বনগাঁ পৌরসভা। এ বিষয়ে পৌরসভার পক্ষ থেকে বুধবার একটি লিখিত নির্দেশ প্রকাশ করে প্রশাসনের কাছে লিখিতভাবে জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, এখন থেকে বনগাঁ পুরসভা এলাকায় যে-কোনও বিয়ে বা সামাজিক অনুষ্ঠানে বেআইনিভাবে ড্রোন ব্যবহার করা যাবে না। সরকারি অনুষ্ঠানের ক্ষেত্রে অবশ্য ছাড় দেওয়া হয়েছে।
পৌরসভার নির্দেশের কপি পুলিশ প্রশাসনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ'বিষয়ে চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, "বনগাঁ শহর সীমান্তবর্তী এলাকায়। কয়েকদিন আগে পেট্রাপোলের কালিয়ানীতে একটি ড্রোন উদ্ধার হয়েছে । প্রায়ই দেখা যায় বেআইনিভাবে ড্রোনের ব্যবহার হচ্ছে। এর ফলে শহরের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থেকেই যায়। সে'কারণে নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন চোরাচালানকারীরা বিভিন্ন সময়ে বেআইনি কাজে ব্যবহার করে থাকে । সেই কারণে বনগাঁর সুরক্ষার কথা ভেবে বনগাঁ পৌরসভার পক্ষ থেকে ড্রোন ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হল।''
advertisement
advertisement
কেবলমাত্র প্রতিরক্ষা এবং নিরাপত্তার জন্যই ড্রোন আমদানি করা যাবে। জানুয়ারি মাসে ড্রোন আমদানিতে কঠোর বিধি-নিষেধ জারি করেছে কেন্দ্রীয় সরকার। সাধারণের ব্যবহারের ক্ষেত্রে বিধি-নিষেধ জারি হয়েছে। মূলত ভারতে ড্রোন তৈরির উপর জোর দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (R&D) প্রতিরক্ষা এবং নিরাপত্তার জন্য ড্রোন আমদানিতে ছাড় দেওয়া হতে পারে। তবে এসব ক্ষেত্রেও অনুমতি নিয়েই তবে ড্রোন আমদানি করা যাবে। অন্য সব ক্ষেত্রে ড্রোন আমদানির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে ড্রোন তৈরির যন্ত্রাংশ আমদানির উপর কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি। এর মূল কারণ, এদেশে আরও নতুন নতুন আধুনিক প্রযুক্তির ড্রোন উৎপাদন করার জন্য উৎসাহ দিচ্ছে দেশের সরকার। দেশের সরকারের পরিকল্পনা রয়েছে আগামী দিনে ভারত থেকে ড্রোন রফতানি করার। ইদানিংকালে কোনও রকম কারণ ছাড়াই বহু মানুষ ড্রোন ব্যবহার করছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আশঙ্কা এতে দেশের এবং রাজ্যগুলি নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। পাশাপাশি দেশীয় প্রযুক্তির ড্রোন ব্যবহারের ক্ষেত্রে জোর দিয়েছে ভারত সরকার।
advertisement
Aniruddha Kirtania
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 24, 2022 4:59 PM IST