তিন গোলের দাপটে ইছামতি কাপের মুকুট বাগদার! কলকাতা লিগের ম্যাচ এবার বনগাঁয়? বড় ঘোষণা IFA কর্তার

Last Updated:

শেষ বাঁশি বাজতেই ৩-০ গোলে ইছামতি কাপের চ্যাম্পিয়নের শিরোপা দখল করে নেয় বাগদা বিধানসভা একাদশ।

ফাইনাল ম্যাচ।
ফাইনাল ম্যাচ।
বনগাঁ, উত্তর ২৪ পরগণা, অনিরুদ্ধ কির্তনীয়া : বনগাঁ ফুটবল লাভার অ্যাসোসিয়েশনের পরিচালনায় বনগাঁ স্টেডিয়ামে মাঠে আয়োজিত ইছামতি কাপ ফুটবল টুর্নামেন্ট। চ্যাম্পিয়ন হল বাগদা বিধানসভা একাদশ। রবিবার ইছামতি কাপের ফাইনালে মুখোমুখি হয় বাগদা বিধানসভা একাদশ এবং গাইঘাটা পঞ্চায়েত সমিতি। খেলা শুরু থেকেই দুই টিমের মধ্যে টানটান উত্তেজনাপূর্ণ লড়াই হয়।
ফুটবল ম্যাচকে কেন্দ্র করে বনগাঁ স্টেডিয়ামে জনজোয়ার দেখা যায়। সাধারণ ফুটবলপ্রেমী মানুষদের মধ্যে ফুটবল নিয়ে বিপুল উন্মাদনা চোখে পড়ে। এদিনের ইছামতি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উপস্থিত ছিলেন আইএফএ সম্পাদক কর্তা অনির্বাণ দত্ত, ডিআইজি বারাসাত ভাস্কর মুখার্জি, এসপি বনগাঁ দীনেশ কুমার, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ কোমেন্টর বিশ্বজিৎ দাস সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিক এবং জনপ্রতিনিধিরা।
advertisement
আরও পড়ুন : ২৫ কিলোমিটার দূরে ভুল সেন্টারে SSC পরীক্ষার্থী! গ্রীন করিডরে শেষমুহূর্তে যা ঘটল, বিশ্বাসই হবে না
অনির্বাণ দত্ত ফুটবলে পায়ে খেলার সূচনা করেন। তারপর গাইঘাটা পঞ্চায়েত সমিতি এবং বাগদা বিধানসভা একাদশের মধ্যে ফুটবলের লড়াই শুরু হয়। খেলার প্রথম দিকে গাইঘাটা আধিপত্য দেখালেও সময় গড়াতেই বাগদা গাইঘাটার জালে গোল জড়িয়ে দেয়। প্রথমার্ধেই দুটি গোল গাইঘাটার জালে জড়িয়ে দেয় বাগদার খেলোয়াড়রা। দুই শূন্য গোলে প্রথমার্ধে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে খেলার আধিপত্য বজায় রেখে খেলার শেষ মুহূর্তে তৃতীয় গোলটি করে ফেলে বাগদার বিদেশি খেলোয়াড়। শেষ বাঁশি বাজতেই ৩-০ গোলে ইছামতি কাপের চ্যাম্পিয়নের শিরোপা দখল করে নেয় বাগদা বিধানসভা একাদশ।
advertisement
advertisement
আরও পড়ুন : দিনেদুপুরে সিনেমার মতো লুঠ! দিল্লি পুলিশের পরিচয়ে প্রতারণা, শিকার প্রাক্তন সেনা কর্মী
বনগাঁর ফুটবল পরিবেশ দেখে খুশি হয়েছেন কলকাতা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্তা অনির্বাণ দত্ত। তিনি বনগাঁর ফুটবল মাঠে কলকাতা লিগের খেলা দেওয়ার আশ্বাস দিয়েছেন। স্টেডিয়ামের মাঠের কিছুটা উন্নতি ঘটিয়ে এই মাঠেই কলকাতা লীগের খেলা করানোর আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
advertisement
বনগাঁ মাঠে কলকাতা লিগের খেলা দেওয়া হবে এই প্রসঙ্গে ইছামতি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্যোক্তা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কো -মেন্টর বিশ্বজিৎ দাস জানিয়েছেন, এটা আমাদের কাছে অত্যন্ত খুশির। আমরা আইএফএ কর্তা অনির্বাণ দত্তকে কৃতজ্ঞতা জানাচ্ছি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
তিন গোলের দাপটে ইছামতি কাপের মুকুট বাগদার! কলকাতা লিগের ম্যাচ এবার বনগাঁয়? বড় ঘোষণা IFA কর্তার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement