Bangla Video: অচিন্তনগরে বাঁধের কাজ নিয়ে চাপান-উতর এলাকায়
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Bangla Video: অচিন্তনগরে নদী বাঁধ রক্ষার জন্য শুরু হয়েছিল বাঁশের বাঁধ দেওয়ার কাজ। সেই কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। আর এরপর এই কাজের দায় কার তা নিয়ে শুরু হয়েছে চাপান-উতর
দক্ষিণ ২৪ পরগনা: অচিন্তনগরে নদী বাঁধ রক্ষার জন্য শুরু হয়েছিল বাঁশের বাঁধ দেওয়ার কাজ। সেই কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। আর এরপর এই কাজের দায় কার তা নিয়ে শুরু হয়েছে চাপান-উতর।
কাজ দেখাশোনার জন্য এক ব্যক্তি হরচাঁদ বেরা জানিয়েছেন, বাঁশ পাওয়া যাচ্ছে না। যা পাওয়া যাচ্ছে তাই দিয়ে কাজ করতে হচ্ছে। প্রাশাসনিক আধিকারিকরা এসে দেখে যাচ্ছেন কাজ, কোনো অসুবিধা নেই।যদিও গ্রামবাসীরা সেই দাবি মানতে নারাজ এ নিয়ে ভোলানাথ প্রামাণিক নামের স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, এইভাবে কাজ চলছে সব মেনে নিতে হচ্ছে। যদি বিপর্যয় আসে তাহলে পরে দেখা যাবে।
advertisement
advertisement
উল্লেখ্য যেখানে কাজ হচ্ছে সেখান থেকে ঢিলছোঁড়া দূরত্বে রয়েছে একটি পুরানো সেতু। অভিযোগ এই সেতুর কারণেও বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বেশ কিছু গ্রামবাসী এই সেতুর একটা অংশ বন্ধ করার দাবি তুলেছেন। যদিও এই সব কিছুর পরও কাজ কিন্তু বন্ধ নেই। জোরকদমে সব কাজ চলছে। দুটি বাঁশের বেড়িবাঁধ দেওয়া হচ্ছে পরপর। যাতে হঠাৎ করে জলের আঘাতে বাঁধে ক্ষতি না হয়। যদিও গ্রামবাসীরা জানিয়েছেন এতে কোনো কাজ হবেনা, সমস্যা থেকেই যাবে।এখন দেখার কাজ শেষের পর কি হয় বাঁধে।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 30, 2024 9:18 PM IST