Bakkhali Tourism: প্রশাসনের সতর্কবার্তা উপেক্ষা, বকখালির সমুদ্রে নেমে তলিয়ে গেল ২০ বছরের যুবক!
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Bakkhali Tourism: আলিমুদ্দিন স্ট্রীট থেকে বকখালিতে এসে মৃত্যু হল এক পর্যটকের। ওই পর্যটকের নাম ওয়ায়েজ আলি(২০)। বর্তমানে মৃতদেহ উদ্ধার করেছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ।
বকখালি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: আলিমুদ্দিন স্ট্রিট থেকে বকখালিতে এসে মৃত্যু হল এক পর্যটকের। ওই পর্যটকের নাম ওয়ায়েজ আলি(২০)। বর্তমানে মৃতদেহ উদ্ধার করেছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। কলকাতা থেকে ৯ জনের একটি দল বকখালিতে বেড়াতে আসে রবিবার সকাল ৯.৩০ নাগাদ। ওই দলের সদস্যরা জলে নামলে আচমকা ওয়াজেদ আলি জলের তোড়ে তলিয়ে যান।
আরও পড়ুনঃ ধসে চাপা পড়ে মৃতের সংখ্যা বেড়ে ২০! টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি উত্তরবঙ্গে
প্রথমে ওয়ায়েজ আলির বন্ধুরা তাঁকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু মুহূর্তের মধ্যে জলের তোড়ে অনেক দূরে চলে যায় ওয়ায়েজ। সঙ্গে সঙ্গে পর্যটকদের দলটি সেখানে চেঁচামেচি শুরু করে। এরপর খবর যায় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায়। সেখান থেকে পুলিশ কর্মীরা এসে ওয়ায়েজের খোঁজ শুরু করে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তড়িঘড়ি ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক ত্রিদীপ সাহা-সহ ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ প্রশাসন তল্লাশির কাজ শুরু করেন।
advertisement
advertisement
এফআইবি বোট নিয়ে নিখোঁজ যুবকের খোঁজে তল্লাশি চালানো হয়। পরে ওই যুবকের খোঁজ মেলে। এর আগেও এই বছরেই দু’বার একই ধরণের ঘটনা ঘটেছিল। এদিকে একাধিকবার এই ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের সতর্কবার্তা উপেক্ষা করে পর্যটকরা কেন সমুদ্রে নামছে সেই নিয়ে আক্ষেপ করেছেন স্থানীয়রা। নিখোঁজ যুবকের পরিবারের লোকজনকে খবর দিয়েছে পুলিশ। পর্যটক দলের বাকি সদস্যদের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে পুলিশকর্মীরা সিপিআর দেওয়ার চেষ্টা করে কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ হয়। এরপর তাঁকে নিয়ে যাওয়া স্থানীয় একটি হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 05, 2025 6:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bakkhali Tourism: প্রশাসনের সতর্কবার্তা উপেক্ষা, বকখালির সমুদ্রে নেমে তলিয়ে গেল ২০ বছরের যুবক!