Bakkhali Sea Beach: বকখালিতে লুকিয়ে বিপদ...! ছোট্ট ভুলেই হতে পারে মারাত্মক ঘটনা, ঘুরতে গেলে ভুলেও যাবেন না এই এলাকায়

Last Updated:

Bakkhali Sea Beach: দক্ষিণ ২৪ পরগনার বকখালিতে গেলেই এই সতর্কতা সম্বলিত সাইনবোর্ড চোখে পড়বে আপনার।

+
বকখালি

বকখালি

বকখালি: ঘোরার ইচ্ছে হলে অনেকেরই মনে পড়ে সমুদ্র সৈকতের কথা। আর সৈকত বলতেই দিঘা, মন্দারমণির পর যে নামটা মাথায় আসে তা হল বকখালি। কিন্তু বকখালির সমুদ্র সৈকতের কাছে থাকা অগভীর ক্যানেল বা সরু খাল ভাবাচ্ছে সকলকে। এই অগভীর ক্যানেলটির জল খুব কম থাকে, ফলে এটিকে গ্রাহ্য করেন না অনেকেই। এর পিছনে রয়েছে বিস্তীর্ণ চর। ভাটার সময় যেখানে জল থাকেই না। এই চরটিও বিপজ্জনক।
দক্ষিণ ২৪ পরগনার বকখালিতে গেলেই এই সতর্কতা সম্বলিত সাইনবোর্ড চোখে পড়বে আপনার। কিন্তু সেই সাইনবোর্ড দেখেও দেখেন না অনেকেই ফলে ঘটে যায় বিপদ। সম্প্রতি ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে দুর্ঘটনার উদাহরণও উঠে এসেছে। এরপরেও বারবার পর্যটকদের সচেতন করে থাকে সুন্দরবন পুলিশ জেলার ফ্রেজারগঞ্জ থানার পুলিশ কর্মীরা। সিভিল ডিফেন্সের কর্মীরাও থাকেন। এছাড়াও সৈকতে যারা ছবি তোলেন তাঁরাও চেষ্টা করেন সতর্ক করার।
advertisement
advertisement
এ নিয়ে সুব্রত বিশ্বাস নামের এক ক্যামেরাম্যান জানান, তাঁরা অধিকাংশ সময় সমুদ্র সৈকতে থাকেন। পর্যটকদের যতটা পারেন সতর্ক করেন। সিভিল ডিফেন্সের কর্মীরাও থাকেন। চারিদিকে সাইনবোর্ড রয়েছে। তবে কিছু পর্যটক এসব মানেন না। ফলে বিপদ ঘটে যায়। সবাই সুষ্ঠু ভাবে নিয়ম মেনে চললে দুর্ঘটনা ঘটার কথা নয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ক্যানেলটির স্রোত বেশি থাকে। জোয়ারের সময় জলে চর পরিপূর্ণ হয়ে গেলে। এই ক্যানালটির জল অনেকটাই বেড়ে যায়। ফলে বকখালিতে এলে সতর্ক থাকতে হবে আপনাকে এমন কথা জানিয়েছেন স্থানীয়রা। পর্যটকদের আনাগোনা বাড়ার সঙ্গে সঙ্গেই সচেতনতার দিকটিও মাথায় রাখা উচিত সকলের। এই কাজটি করলে ভবিষ্যতে কমবে দুর্ঘটনার হার এই কথার সঙ্গে একমত সকলেই।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bakkhali Sea Beach: বকখালিতে লুকিয়ে বিপদ...! ছোট্ট ভুলেই হতে পারে মারাত্মক ঘটনা, ঘুরতে গেলে ভুলেও যাবেন না এই এলাকায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement