‘আর নয়!’ অবৈধ ম*দ ব্যবসা বন্ধ করতে দোকানে হামলা স্থানীয়দের! প্রাণ বাঁচাতে পালিয়ে গেল মালিক
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
যেসব মহিলারা অভিযোগ পত্রে স্বাক্ষর করেছিলেন, বা যাঁরা প্রতিবাদ করেছেন, তাঁদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।
বাদুড়িয়া, উত্তর ২৪ পরগণা, অনুপম সাহা : দোকান ভাড়া নিয়ে চলছিল বেআইনি কারবার। বেআইনিভাবে ম*দের করাবরা চলছিল সেখানে। যে ঘটনায় আপত্তি তুলেছেন স্থানীয়রা। অভিযোগ, স্থানীয়রা এই বিষয়ে প্রথমে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করলেও, তাতে কর্ণপাত করা হয়নি। তারপর শনিবার রাতে ওই দোকানটি বন্ধ করতে হাজির হন স্থানীয় মহিলা এবং পুরুষরা। যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
বাদুড়িয়া থানার চাত্রা পঞ্চায়েতের লালকুঠি এলাকার ঘটনা। এলাকার মহিলাদের অভিযোগ, প্রদীপ ঘোষ নামে এক ব্যক্তির এখানে একটি দোকান ঘর আছে। দোকানটি ঘরটি ভাড়া নিয়েছেন নিতাই ঘোষ নামে অপর এক ব্যক্তি। এই ব্যক্তি বেআইনিভাবে এখানে ম*দের ব্যবসা করেন। এলাকার মহিলা ও পুরুষ একজোট হয়ে ওই ব্যক্তিকে এই মদের ব্যবসা বন্ধ করতে বলেছেন।
advertisement
আরও পড়ুন : কালনায় শিউরে ওঠার মতো দৃশ্য! হাতুড়ির কোপে ভাঙছে সমাজবাড়ির মূল ফটক! শেষে যা হল…
এলাকাবাসীকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে তাঁরা এই বেআইনি ব্যবসা বন্ধ করতে বলেছিলেন। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। অভিযুক্ত ব্যক্তি সেই কথায় কর্ণপাত করেননি বলে অভিযোগ। জানা গিয়েছে, এরপর এলাকার মানুষ গণস্বাক্ষর করে একটি অভিযোগপত্র স্থানীয় পঞ্চায়েত এবং থানায় জমা দেন। কিন্তু তাতেও কোন কাজ হয় নি। বরং যেসব মহিলারা অভিযোগ পত্রে স্বাক্ষর করেছিলেন, বা যাঁরা প্রতিবাদ করেছেন, তাঁদেরকে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ।
advertisement
advertisement
আরও পড়ুন : বাঘের খাঁচায় বন্দি সন্তান, চিতা ঘুরছে স্বাধীনভাবে! চা পাতা তুলতে নামলেই ভয়, ডুয়ার্সে নজিরবিহীন আতঙ্ক
সেই ঘটনা ক্ষোভের আগুনে ঘি ঢালে। এরপর গত শনিবার রাতে গ্রামের মহিলা ও পুরুষ একত্রিত হয়ে ওই দোকানে হামলা চালান। দোকান ভাঙচুর করা হয়। তখন উত্তেজিত জনতার ক্ষোভ দেখে ব্যবসায়ী নিতাই ঘোষ পালিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বাদুড়িয়া থানার পুলিশ। পুলিশ এসে এই বেআইনি ম*দের দোকান বন্ধের প্রতিশ্রুতি দিয়ে এলাকার মানুষকে শান্ত করে। যদিও দোকানঘর মালিক প্রদীপ ঘোষ বলেন, এই দোকানে কোনও বেআইনি কারবার হয় না।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 31, 2025 11:36 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
‘আর নয়!’ অবৈধ ম*দ ব্যবসা বন্ধ করতে দোকানে হামলা স্থানীয়দের! প্রাণ বাঁচাতে পালিয়ে গেল মালিক