Hooghly News: বেহাল রাস্তা, খারাপ নিকাশি ব্যবস্থা ! নাজেহাল বৈদ্যবাটি ১৭ নম্বর ওয়ার্ডের মানুষজন
- Published by:Sipra Roy
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
বৈদ্যবাটি পুরসভায় প্রতিটি ওয়ার্ডেই রাস্তা খুঁড়ে অমৃত প্রকল্পের জলের পাইপ লাইন বসানোর কাজ চলছে। অভিযোগ পাইপলাইন বসানোর পরে সেই রাস্তা আর ঠিক করে দেওয়া হচ্ছে না।
হুগলি: দীর্ঘদিন ধরেই বৈদ্যবাটি পুরসভায় অমৃত প্রকল্পের জলের পাইপ লাইন বসানোর কাজ চলছে। পুরসভার প্রতিটি ওয়ার্ডেই রাস্তা খুঁড়ে বসছে পাইপ লাইন। অভিযোগ পাইপলাইন বসানোর পরে সেই রাস্তা আর ঠিক করে দেওয়া হচ্ছে না। কোনোমতে সেই রাস্তার ওপরে মাটি ফেলে ইট বসিয়ে কাজ সারা হচ্ছে। সেখানেই দুদিন যেতে না যেতে ইট বেরিয়ে যাচ্ছে রাস্তায়। নিত্য ঘটছে দুর্ঘটনা।
বৈদ্যবাটি ১৭ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা জুড়ে যেমন পাইপলাইন বসেছে তেমনি চক নতুন পাড়া এলাকাতেও পাইপলাইনের কাজ হয়েছে। অন্যদিকে জমা জলে বাড়ছে ডেঙ্গি আতঙ্গ! ইতিমধ্যেই এক ব্যক্তি ডেঙ্গি আক্রান্ত হয়ে ভর্তি ভিন রাজ্যের হাসপাতালে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রথম থেকেই এই রাস্তার বেহাল দশা। নেই কোন সুষ্ঠু নিকাশি ব্যবস্থা। বারংবার রাস্তা এবং নিকাশির দাবিতে পুরোসভার দারস্ত হয়েছেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু তাতেও কোন লাভ হয়নি। এমনকি তারা জানান কেউ অসুস্থ হলে এখানে অ্যাম্বুলেন্স ঢোকার অবস্থায় নেই কাঁধে করে রোগীকে নিয়ে যেতে হয়।এছাড়াও মশা উপদ্রব বাড়ছে। এলাকায় একজন ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
advertisement
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো বলেন, পাইপলাইন বসানোর কাজ এখনো শেষ হয়নি। ধাপে ধাপে কাজটা শেষ না হলে রেস্টরেশনের এর কাজ শেষ করা যাচ্ছে না। আশা করছি বর্ষার আগে আমরা রাস্তার কাজ করে ফেলতে পারবো। এর জন্য আগামী সোমবার ইঞ্জিনিয়ার ঠিকাদারদের সঙ্গে বসে আলোচনা করবেন।আমরাও ঠিকাদারদের সঙ্গে কথা বলব একটা রুট ম্যাপ তৈরি করব।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 17, 2025 4:22 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: বেহাল রাস্তা, খারাপ নিকাশি ব্যবস্থা ! নাজেহাল বৈদ্যবাটি ১৭ নম্বর ওয়ার্ডের মানুষজন