Hooghly News: লাঠি, বন্দুক অতীত! এবার মাংস-ভাত পরিবেশনে ফিল্ডে নামলেন পুলিশ আধিকারিকরা
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
চোর ডাকাত গুন্ডা মস্তানদের ছেড়ে একেবারে বাচ্চাদের সঙ্গে মিশে গেলেন হুগলি গ্রামীণ পুলিশ
হুগলি: এ যেন পুলিশের এক অন্যরকম রূপ! চোর ডাকাত গুন্ডা মস্তানদের ছেড়ে একেবারে বাচ্চাদের সঙ্গে মিশে গেলেন হুগলি গ্রামীণ পুলিশ। খাবারের থালা বাটি হাতে খাবার পরিবেশন করতে দেখা গেল পুলিশের আধিকারিকদের। ছোট বাচ্চাদেরকে অপুষ্টিজনিত সমস্যা থেকে মুক্তি দিতে তাদের এই উদ্যোগ।
ভিন রাজ্যের বহু শ্রমিক যারা আরামবাগ মহাকুমার বিভিন্ন ইটভাটায় কাজ করেন। তাদের সঙ্গে অনেকেরই আবার ছোট ছোট ছেলেমেয়ে রয়েছে। পর্যাপ্ত পুষ্টিকর খাবারের অভাবে তাদের বেশিরভাগ বাচ্চারাই অপুষ্টিতে ভোগে। এবার তাদের পাশেই এসে দাঁড়াল হুগলি গ্রামীণ পুলিশের আধিকারিকরা। পুষ্টিকর খাবার সহ একদিনের এক চড়ুইভাতীর আয়োজন করলেন পুলিশ আধিকারিকরা। যেখানে বাচ্চাদের পুষ্টিকর খাবার খাওয়ানো ও তাদের মধ্যে সচেতনতা বার্তা পৌঁছে দিলেন পুলিশ। রবিবার দুপুরে একটি ইট ভাটার প্রায় ৭০ থেকে ৮০ জন শিশুকে একসঙ্গে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন তারা। মেনুতে ছিল ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, মুরগির মাংস এবং মিষ্টি।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বিষয়ে আরামবাগ এসডিপি ও সুপ্রভাত চক্রবর্তী জানান, “ইটভাটার শ্রমিকরা বেশিরভাগই পরিযায়ী। তাদের বাচ্চারা পর্যাপ্ত পুষ্টির অভাবে ভোগে। তা জানতে পেরেই তাদের এই উদ্যোগ। শুধু একটি ইট ভাটা নয় জেলায় বাকি যে সমস্ত ইটভাটা রয়েছে সেখানে গিয়েও এরপরে কাজ করবেন পুলিশের আধিকারিকরা।” একইসঙ্গে তিনি আহ্বান জানাচ্ছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সংস্থাকে যাতে তারা আরামবাগের মত প্রত্যন্ত গ্রাম এলাকায় এসে সেখানকার মানুষদের নিয়ে কাজ করেন।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
February 17, 2025 3:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: লাঠি, বন্দুক অতীত! এবার মাংস-ভাত পরিবেশনে ফিল্ডে নামলেন পুলিশ আধিকারিকরা