Sonarpur: নেশার টাকা জোগাড় করতে চুরির পর চুরি! গায়েব হয়ে যাচ্ছিল বাইক সহ দামি জিনিস, পুলিশের জালে ৩ যুবক

Last Updated:

Theft in Sonarpur: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে সোনারপুর এলাকার বিভিন্ন দোকান, বাড়ি থেকে চুরি হয়ে যাচ্ছিল বিভিন্ন জিনিস। এই চোরেদের দৌরাত্ম্যে ব্যবসা করা কার্যত অসম্ভব হয়ে উঠছিল। অবশেষে তিন যুবককে গ্রেফতার করল পুলিশ।

৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ
৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ
সোনারপুর, সুমন সাহাঃ নেশার টাকা জোগাড় করতে একের পর এক চুরি করছিলেন তিন যুবক। এই ঘটনায় সোনারপুর জুড়ে আতঙ্ক ছড়িয়েছিল। কখনও বাইক চুরি, কখনও আবার বাড়িতে ঢুকে মূল্যবান জিনিসপত্র গায়েব করে দিচ্ছিলেন। ক্রমাগত এই ঘটনাগুলি স্থানীয়দের দুশ্চিন্তা বাড়াচ্ছিল। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সোনারপুর থানার অফিসার জয়দেব দাস ও বিশ্বজিৎ সরকার। তাঁদের নেতৃত্বে একটি চুরি চক্রের হদিস পেয়ে তিন যুবককে গ্রেফতার করল পুলিশ।
ধৃতদের নাম, রোহিত মণ্ডল, অজয় বিশ্বাস এবং দেব বিশ্বাস। তিনজনেরই বাড়ি সোনারপুর থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নেশার জন্য টাকা জোগাড় করতেই তাঁরা এই চুরিগুলি করছিলেন। ধৃতদের  বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। আরও তথ্য ও সম্ভাব্য যোগসাজশ জানতে অভিযুক্তদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছে পুলিশ।
আরও পড়ুনঃ হেডফোন কিনতে বেরিয়ে নিখোঁজ! এলাকার খাল থেকে মিলল যুবকের মৃতদেহ, আটক ৩ সহকর্মী
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে সোনারপুর এলাকার বিভিন্ন দোকান, বাড়ি থেকে চুরি হয়ে যাচ্ছিল বিভিন্ন জিনিস। এই চোরেদের দৌরাত্ম্যে ব্যবসা করা কার্যত অসম্ভব হয়ে উঠছিল। একের পর এক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। রাতের অন্ধকারে এই ধরনের চুরির ঘটনাগুলি ঘটছিল।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে বারুইপুর এলাকায় আবার টোটো চুরি হয়েছে। অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এসে দু’টি টোটো থেকে দশটি ব্যাটারি চুরি করে নিয়ে যায়। সেগুলির বাজারমূল্য প্রায় দেড় লক্ষ টাকা। ব্যবসায়ী জানান, এলাকায় এইভাবে চুরি হলে ব্যবসা করা কার্যত অসম্ভব। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে চুরি যাওয়া সামগ্রী ফিরিয়ে দিক। তাঁর প্রশ্ন, টোটোর ব্যাটারি সব চুরি হয়ে গিয়েছে, কীভাবে ব্যবসা করব? সময়মতো জিনিসপত্র পৌঁছতে না পারলে সমস্ত অর্ডার ক্যানসেল হয়ে যাবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sonarpur: নেশার টাকা জোগাড় করতে চুরির পর চুরি! গায়েব হয়ে যাচ্ছিল বাইক সহ দামি জিনিস, পুলিশের জালে ৩ যুবক
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement