North 24 Parganas News: জাদুর মধ্যে দিয়েই কুসংস্কারের অন্ধকার কাটানোর চেষ্টা শিশুদের
- Reported by:RUDRA NARAYAN ROY
- hyperlocal
Last Updated:
জাদুর মধ্যে দিয়েই কুসংস্কারের অন্ধকার কাটানোর চেষ্টা শিশুদের, এক অভিনব উদ্যোগ দেখা গেল খড়দহ পুষ্প প্রদর্শনী মেলার বিজ্ঞান মঞ্চে।
উত্তর ২৪ পরগনা: আধুনিকতার যান্ত্রিক সময়ে দাঁড়িয়ে আজও সমাজের চারপাশে নানা সময়ে কুসংস্কার অন্ধবিশ্বাস ছড়ানোর ঘটনা ঘটে থাকে। আর তার হাত থেকেই নতুন প্রজন্মের ছেলেমেয়েদের বাঁচাতে পাশাপাশি কুসংস্কার ও অন্ধবিশ্বাস কাটাতে আকর্ষণীয় জাদু খেলার মধ্যে দিয়েই বিজ্ঞানের বাস্তব যুক্তি তুলে ধরে এক অভিনব উদ্যোগ দেখা গেল খড়দহ পুষ্প প্রদর্শনী মেলার বিজ্ঞান মঞ্চে। যেখানে ছোট ছোট শিশুদের জাদু খেলার মধ্যে দিয়েই নানা কুসংস্কার ও তার আসল ব্যাখ্যা তুলে ধরা হল বিজ্ঞান মঞ্চের সদস্যদের তরফে।
আর তা দেখতেই রীতিমতো ভিড় করছেন খুদে থেকে বড়রা সকলেই। অন্ধবিশ্বাস কুসংস্কারের মায়াজাল কাটাতে বিজ্ঞান মঞ্চের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।প্রসঙ্গত, দীর্ঘ ২৫ বছর ধরে রহরা গভর্মেন্ট কলোনির মাঠে চলে আসা খড়দহ পুষ্প মেলায় দেখা মিলছে ডালিয়া, গোলাপ, অর্কিড, চন্দ্রমল্লিকা, বনসাই, ক্যাকটাস সহ বিভিন্ন প্রজাতির ফুল, ফলের গাছের। আর তারইমাঝে বিজ্ঞানের প্রতি আকর্ষণ বাড়াতে ও সমাজ থেকে কুসংস্কারও অন্ধ বিশ্বাস দূর করতেই বিজ্ঞান সচেতনতার নানা স্টল দেওয়া হয়েছে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সেখানেই দেখা মিলছে এই জাদুর মধ্যে দিয়েই বিজ্ঞান সচেতনতার অভিনব উদ্যোগ।
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 04, 2024 5:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: জাদুর মধ্যে দিয়েই কুসংস্কারের অন্ধকার কাটানোর চেষ্টা শিশুদের