North 24 Parganas News: কৃষকদের স্বেচ্ছায় জমি দানে নতুন রাস্তা পেল বসিরহাটের গ্রাম, কম হল দশ কিলোমিটার দূরত্ব
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
Last Updated:
প্রায় দুই শতাধিক কৃষক স্বেচ্ছায় তাদের জমিদান করলেন নতুন রাস্তার জন্য। গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সেই রাস্তার কাজ অবশেষে শুরু হল।
বসিরহাট: কৃষকদের স্বেচ্ছায় জমি দানে স্বাধীনতার পর প্রথম নতুন রাস্তা পেল বসিরহাটের গ্রাম, কম হল শহর থেকে গ্রামের দূরত্ব। কৃষকদের স্বেচ্ছায় দেওয়া জমিতে তৈরি হবে নতুন রাস্তা, জুড়বে শহর থেকে গ্রামের পথ। বিভিন্ন জায়গায় তাদের প্রিয় ফসলের জমি দিতে অনিচ্ছুক থাকেন কৃষকরা। তার জন্য থমকে যায় রাস্তা ও শিল্প সহ একাধিক উন্নয়নমূলক কাজ। সেখানে একেবারে বিপরীত ছবি দেখা গেল বসিরহাট মহকুমার বসিরহাট ১নং ব্লকের নিমদাঁড়িয়া-কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গুলাইচণ্ডি গ্রামে।
এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, একটি পাকা নতুন রাস্তার। বসিরহাট শহরের সংলগ্ন হওয়া সত্ত্বেও প্রায় দশটি গ্রামের মানুষকে বহু পথ ঘুরে প্রায় এক ঘন্টা যাত্রা করে বসিরহাট শহরে যেতে হতো। কারণ শিয়ালদহ-হাসনাবাদ শাখার রেল লাইন ওই গ্রামের মধ্যে দিয়েই গিয়েছে। বসিরহাট জেলা হাসপাতাল, প্রশাসনিক বিভিন্ন দফতর, বসিরহাট মহকুমা আদালত ও থানায়ও ঘুর পথে যেতে হতো। প্রায় দশ কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হতো স্থানীয়দের। রেল লাইন পার হতে গিয়ে অনেক সময় দুর্ঘটনার মধ্যে পড়ে মৃত্যুও হতো। পাশেই নিমদাঁড়িয়া রেল স্টেশন। বিভিন্ন সময় কৃষকরা সব্জি নিয়ে স্টেশনে যেতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যুও হয়েছে। এই নিয়ে ক্ষোভ তৈরি হয়েছিল গ্রামের মানুষের মধ্যে।
advertisement
advertisement
সেই সমস্যার সমাধানে উদ্যোগী হয় প্রশাসন সহ এলাকার কৃষকরা। প্রায় দুই শতাধিক কৃষক স্বেচ্ছায় তাদের জমিদান করলেন নতুন রাস্তার জন্য। উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের সদস্য ও গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সেই রাস্তার কাজ অবশেষে শুরু হল। প্রথম পর্যায়ে দুই কিলোমিটার রাস্তা তৈরি হবে। উপকৃত হবেন শহর ও গ্রাম মিলে প্রায় পঞ্চাশ হাজার মানুষ। পাশাপাশি ১০০ মিটারের মধ্যে রেল স্টেশনও পাবে তারা। নতুন রাস্তার আনন্দে এদিন কৃষকরা নিজেরাই মিষ্টি এনে একে ওপর কি মিষ্টি খাওয়ালেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
গ্রামের উন্নয়ন যাতে জমিজটে আটকে না থাকে তার জন্য কৃষকদের এই স্বেচ্ছায় কৃষিজমি দানকে কুর্নিশ জানাচ্ছেন ওই এলাকার কয়েক হাজার মানুষ।
জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 04, 2024 5:20 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: কৃষকদের স্বেচ্ছায় জমি দানে নতুন রাস্তা পেল বসিরহাটের গ্রাম, কম হল দশ কিলোমিটার দূরত্ব