Birbhum News: শীতের শুরুতেই মাতৃ দর্শনে বাড়ছে ভিড় তারাপীঠে, ডিসেম্বরে সংখ্যা হতে পারে দ্বিগুণ
- Published by:Sovan Goswami
- hyperlocal
- Reported by:SOUVIK ROY
Last Updated:
ঠাণ্ডার মরশুম শুরু হতেই ভিড় বাড়ছে তারাপীঠে।হোটেল ব্যবসায়ীরা এই মরশুমে বিশেষ ছাড় দেওয়ার বিষয়ে শুরু করেছেন ভাবনা চিন্তা।
বীরভূম: নভেম্বরের শুরুতেই এই বছর ধীরে ধীরে শীতের অনুভূতি অনুভব করছে বীরভূম। সকালে সর্বোচ্চ তাপমাত্রা থাকছে কখনও২৮ কখনও২৯ ডিগ্রি সেলসিয়াস যা অনেকটাই আরামদায়ক।রাত্রির দিকে আবহাওয়া হচ্ছে ১৮ কিংবা ২০ ডিগ্রির কাছাকাছি। আর এই সুন্দর আবহাওয়ায় সকলেই একদিনের কিংবা দুদিনের ছুটি নিয়ে ছুটে আসছেন বীরভূমের তারাপীঠ কিংবা বোলপুরে শান্তিনিকেতন অথবা বীরভূমের বক্রেশ্বরমন্দিরের।
নভেম্বরের শেষ দিকেই বীরভূমের তারাপীঠে ধীরে ধীরে বাড়ছে পর্যটকদের ভিড়। সাধক বামাক্ষ্যাপার অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ। প্রত্যেকদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শনার্থীর ভিড় জমে এই তারাপীঠ মন্দিরে। তবে বিশেষ করে শীতকালে দর্শনার্থীদের ভিড় থাকে চোখে পড়ার মত। তবে এবছর ভিড় কিছুটা কম থাকলেও ইদানীং ঠাণ্ডা পড়ার পর থেকেই বাড়তে শুরু করেছে।ডিসেম্বরে দর্শনার্থী সংখ্যা দ্বিগুণ হবে বলে আশা করছে মন্দির কর্তৃপক্ষ।
advertisement
advertisement
তারাপীঠ মন্দিরের সেবায়েত পুলক চট্টোপাধ্যায় জানান,দর্শনার্থীর ভিড় এই সময় তুলনামূলক বেশি হয় তবে এখনও তেমনটা হয়নি যা আশা করা হয়েছে।এখন রাজ্যের স্কুলগুলোতে পরীক্ষা চলছে, তাই সপরিবারে অনেকেই ইচ্ছে তাকলেও আসতে পারছেন না।তবে আমাদের আশা, ডিসেম্বর থেকেই এই ভিড় দ্বিগুণ বাড়বে। আমরা আশা করছি, স্থানীয় ব্যবসায়ী থেকে হোটেল ব্যবসাীরা বেশভালো মুনাফা করবেন ডিসেম্বর পড়লেই।অন্যদিকে,হোটেল অ্যাসোসিয়েশনের তরফেও আশা করা হচ্ছে,নভেম্বরের শুরুর দিক থেকে পর্যটকদের সংখ্যা কম থাকলেও ডিসেম্বরের শুরু থেকেই পর্যটকদের সংখ্যা বাড়বে।
advertisement
পর্যটকের সংখ্যা তারাপীঠে সারা বছরই থাকে বেশ ভালো। তবে এই শীতের মরশুমে তা অনেকটাই বাড়ে। যে কারণে এই সময় হোটেলগুলো প্রায় ভর্তি হয়ে যায়। সেক্ষেত্রে অতিরিক্ত টাকা যাতে না নেওয়া হয় সে বিষয়েও নজর রাখার কথা বলা হয়েছে হোটেল মালিকদের তরফে। উল্টে বিভিন্ন হোটেলে এইমরশুমে বিশেষছাড় দেওয়ার কথাও ভাবা হচ্ছে।
advertisement
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 29, 2023 3:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: শীতের শুরুতেই মাতৃ দর্শনে বাড়ছে ভিড় তারাপীঠে, ডিসেম্বরে সংখ্যা হতে পারে দ্বিগুণ