ডাক্তারি পড়ার স্বপ্ন থেকেই বিপত্তি! ট্রেনে ব্যক্তির সঙ্গে আলাপ, তারপরই...!
- Published by:Teesta Barman
- Written by:Saradindu Ghosh
Last Updated:
তদন্তকারী পুলিশ অফিসাররা জানিয়েছেন, অভিযোগ পাওয়া মাত্র নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করতে সব ধরনের চেষ্টা চলছে। ওই প্রতারকদের সঙ্গে বর্ধমান মেডিক্যাল কলেজের কর্মীদের কারও কোন যোগসাজস রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
#বর্ধমান: বর্ধমান মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ার জন্য ভর্তি করে দেওয়ার নাম করে মোটা টাকা প্রতারণা। ঘটনায় চাঞ্চল্য ছড়াল ব্যাপক। মেডিক্যাল কাউন্সিলার পরিচয় দিয়ে এক ব্যক্তির কাছ থেকে তাঁর আত্মীয়কে ভর্তি করে দেওয়ার নাম করে ৮ লক্ষ টাকা নিয়ে নিয়েছে প্রতারকেরা। এই ঘটনা সামনে আসতেই তদন্ত শুরু করেছে পুলিশ।
দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের ব্যক্তি তাপস পুরকাইতের সঙ্গে এই প্রতারণার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে তিনি বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশের কাছে লিখিত অভিযোগে তাপস পুরকাইত জানিয়েছেন, ট্রেনে তাঁর সঙ্গে এক ব্যক্তির আলাপ হয়। তিনি নিজেকে মেডিক্যাল কাউন্সিলার বলে পরিচয় দেন। ডাক্তারিতে ভর্তির জন্য পড়ুয়াদের সব ধরনের সাহায্য করে থাকেন বলে কৌশলে জানান তিনি। তাঁর সঙ্গে আরও একজন ছিলেন। তিনি নিজেকে ওই কাউন্সিলারের সহযোগী বলে জানান। তাঁরা নিজেদের মোবাইল নম্বর দেন।
advertisement
advertisement
তাঁদের কথাবার্তায় বিশ্বাস জন্মানোর পর তিনি তাঁর ভাইপোকে মেডিক্যাল কলেজে ভর্তি করে দেওয়ার জন্য বলেন। বাড়ি ফিরে বিষয়টি নিয়ে আলোচনার কথা বলে তাঁরা। বাড়ি ফেরার পর তিনি ও তাঁর ভাইপো ফোনে কথা বলেন। ডাক্তারিতে ভর্তির জন্য ২০ লক্ষ টাকা লাগবে বলে জানান। তিনি ও তাঁর ভাইপো সেই প্রস্তাবে রাজি হন।
advertisement
গত ১৫ ডিসেম্বর ভাইপোকে নিয়ে তিনি বর্ধমান মেডিক্যাল কলেজে আসেন। ওই দু'জনের এক প্রতিনিধি তাঁর ভাইপোকে নিয়ে বর্ধমান মেডিক্যাল কলেজে যান। কিছুক্ষণ পর মেডিক্যালে ভর্তি হয়ে গিয়েছেন বলে জানান তিনি। ভর্তির জন্য তিনি ৮ লক্ষ টাকা দেন। প্রমাণ স্বরূপ কিছু নথিপত্রও দেওয়া হয় তাঁর ভাইপোকে। সেইসব নথি নিয়ে ২১ অথবা ২২ ডিসেম্বর তাঁকে মেডিক্যাল কলেজে রিপোর্ট করতে বলা হয়। সেই মতো ২১ ডিসেম্বর তাঁর ভাইপো মেডিক্যাল কলেজে আসেন। সেখানে এসে তিনি জানতে পারেন কোথাও তাঁর নাম নেই। পুরো বিষয়টি ভুয়ো।
advertisement
তদন্তকারী পুলিশ অফিসাররা জানিয়েছেন, অভিযোগ পাওয়া মাত্র নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করতে সব ধরনের চেষ্টা চলছে। ওই প্রতারকদের সঙ্গে বর্ধমান মেডিক্যাল কলেজের কর্মীদের কারও কোন যোগসাজস রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ওই ছাত্রকে কোথায় কোথায় নিয়ে যাওয়া হয়েছিল, কাদের সঙ্গে কথা বলানো হয়েছিল সেসবও দেখা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 03, 2023 3:38 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ডাক্তারি পড়ার স্বপ্ন থেকেই বিপত্তি! ট্রেনে ব্যক্তির সঙ্গে আলাপ, তারপরই...!