North 24 Parganas News: অশোকনগরের বর্জ্য নিচ্ছে সিমেন্ট কোম্পানি! আগামীতে হবে প্লাস্টিকের রাস্তা
- Published by:Sipra Roy
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
অশোকনগরের বর্জ্য নিচ্ছে সিমেন্ট কোম্পানি, আগামীতে হবে প্লাস্টিকের রাস্তা! অশোকনগর কল্যাণগড় পৌরসভাকে গার্বেজ ফ্রি সিটি হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
উত্তর ২৪ পরগনা: অশোকনগর কল্যাণগড় পুরসভা এলাকায় হবে প্লাস্টিকের রাস্তা! তবে তার জন্য এখনও অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিন। আর এই রাস্তা তৈরিতে ব্যবহৃত প্লাস্টিক হবে অশোকনগর এলাকার ডাম্পিং গ্রাউন্ডের বর্জ্য পদার্থ থেকে রিসাইকিলিং করা প্লাস্টিক দিয়ে। তাই আগামীদিনে বড় চমক অপেক্ষা করছে অশোকনগর বাসীদের জন্য। তবে ইতিমধ্যেই এই বর্জ্য থেকে বার হওয়া সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বিশেষ উপাদান নেওয়া হচ্ছে সিমেন্ট ইন্ডাস্ট্রিতে বলেই জানা গিয়েছে পুরসভা তরফে।
প্রসঙ্গত, অশোকনগর কল্যাণগড় পৌরসভাকে গার্বেজ ফ্রি সিটি হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। শুধু তাই নয় ইতিমধ্যেই অশোকনগর কল্যাণগড় পুরসভার হিজলিয়া মোড় এলাকায় সরকারি জমিতে তৈরি করা হয়েছে সুবিশাল ডাম্পিং গ্রাউন্ড আর সেখানেই বিস্তীর্ণ এলাকার মানুষের প্রতিদিনের অ-ব্যবহৃত বর্জ্য পদার্থ জমা করা হয়। ৯০ হাজার মেট্রিক টন লিগাসি ওয়েস্ট থেকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক গুলিকে বিশেষ প্রক্রিয়ায় ব্যবহার করে অম্বুজা সিমেন্ট ফ্যাক্টরির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে, এখন এখান থেকেই সেই প্লাস্টিকের দ্রব্য পৌঁছে যাচ্ছে কারখানায়। আর সেখানেই বিশেষ পদ্ধতিতে জ্বালানির কাজে ব্যবহার করা হচ্ছে এই বর্জ্য থেকে বার হওয়া বিশেষ উপকরণ। যা অশোকনগর পুরসভার এক সাফল্য বলেই মনে করা হচ্ছে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
শুধু তাই নয় এখানকার বর্জ্য পদার্থ দিয়ে আরও বিভিন্ন ধরনের উপকরণ তৈরিরও চেষ্টা চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। পচনশীল বস্তু থেকে সার তৈরি করেও পরবর্তীতে ব্যবসায়িকভাবে বিক্রির পরিকল্পনা রয়েছে পুরসভার। ধাপে ধাপে এগোচ্ছে কাজ, যদিও বিষয়টি সামনে আসতে উচ্ছ্বাস প্রকাশ করতে শুরু করেছেন অশোকনগরের মানুষজন।
advertisement
Rudra Narayan Roy
Location :
Kolkata,West Bengal
First Published :
May 28, 2024 4:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: অশোকনগরের বর্জ্য নিচ্ছে সিমেন্ট কোম্পানি! আগামীতে হবে প্লাস্টিকের রাস্তা