কাঁচা বাড়ি সত্ত্বেও নাম নেই তালিকায়, আবাস যোজনার সার্ভের কাজে দুর্নীতিতে অভিযুক্ত আশাকর্মী
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Pranab kumar Banerjee
Last Updated:
Awas Yojana : মঙ্গলবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিহরপাড়ার খামার মাটি তুলসীপুর এলাকায়
হরিহরপাড়া : আবাস যোজনার সার্ভের কাজে দুর্নীতির অভিযোগে এবার আশাকর্মীর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ। মঙ্গলবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিহরপাড়ার খামার মাটি তুলসীপুর এলাকায়। খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ এসে বিক্ষোভ তুলে দেয়। অন্যদিকে আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রতিবাদে জলঙ্গি ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় গ্রাম পঞ্চায়েত চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে সাগরপাড়া থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
আবাস যোজনার সার্ভেতে দুর্নীতির অভিযোগে উত্তেজনার পারদ চড়ছে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে। হরিহরপাড়ার খামার মাটি তুলসীপুর গ্রামের বাসিন্দাদের অভিযোগ, আশাকর্মী তহমিনা খাতুন আবাস যোজনার সার্ভেতে নিকট আত্মীয়দের পাকা বাড়ি থাকা সত্ত্বেও নাম বাদ দেননি কিন্তু যাদের কাঁচা বাড়ি, তাঁদের নাম তালিকা থেকে কেটে দিয়েছে। আবাস যোজনার তালিকা থেকে প্রায় ৭০ জনের নাম কাটা হয়েছে বলে অভিযোগ। এরই প্রতিবাদে মঙ্গলবার ওই আশাকর্মীর বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা।
advertisement
বিক্ষোভকারী মালেকা বিবি বলেন, "আশাকর্মী তহমিনা খাতুন ঘরের তালিকা থেকে আমার নাম বাদ দিয়ে দিয়েছেন। কিন্তু আমি একটা টালির ভাঙা বাড়িতে থাকি। তা হলে আমার নাম বাদ দেওয়া হল কেন? আমি বাড়ি চাই।" বিক্ষোভকারী হান্নান মণ্ডল বলেন, "তহমিনা খাতুন নিজের আত্মীয়দের নাম তালিকায় রেখে দিয়েছেন। অথচ যাঁরা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য, তাঁদের নামই বাদ দিয়ে দিয়েছে। আমরা চাই বিডিও এসে তদন্ত করুক এবং উপযুক্তদের ঘর দেওয়া হোক।"
advertisement
advertisement
আরও পড়ুন : আগুনে পুড়ে ছাই ১৬ বিঘা জমির পাকা ধান,মাথায় হাত কৃষকদের
অভিযুক্ত ওই আশাকর্মী তহমিনা খাতুন বলেন, " গ্রামবাসীদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। গ্রামবাসীদের রোষে আমি অত্যন্ত আতঙ্কে রয়েছি। আমাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। যাঁদের পাকা বাড়ি রয়েছে তাদের নাম তালিকা থেকে কাটা হয়েছে।"
বিডিও রাজা ভৌমিক বলেন, " আমি বিষয়টি জানতে পেরেছি। তদন্ত করে সমস্ত বিষয়টি দেখা হচ্ছে। ২০১৮ সালের লিস্ট অনুযায়ী যাঁরা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য, তাঁরা ঘর পাবেন। নতুন করে কোনও নাম সংযোজন করা যাবে না।"
advertisement
আরও পড়ুন : দুয়ারে রেশন প্রকল্পে দেওয়া হচ্ছে প্লাস্টিক চাল! রেশন দেওয়া বন্ধ করলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা
অন্যদিকে আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রতিবাদে জলঙ্গি ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন তালিকা থেকে নাম কেটে দেওয়া উপভোক্তারা। অভিযোগ তেলেপাড়া ধনিরামপুর গ্রামের যারা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য তাদের তালিকায় নাম থাকা সত্ত্বেও নাম পঞ্চায়েত থেকে কেটে দেওয়া হয়েছে। বিক্ষোভকারী মেরিনা বিবি বলেন, " ২০১৮ সালের তালিকায় আমার নাম ছিল। এই ৫বছর ধরে আশায় ছিলাম। মাথার উপর পাকা ছাদ হবে। কিন্তু আমার নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অথচ যাদের পাকা বাড়ি আছে তাদের নাম তালিকায় রাখা হয়েছে। আমরা চাই যারা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য তদন্ত করে তাদের ঘর দেওয়া হোক।"
advertisement
বিক্ষোভকারী রুহুল সেখ বলেন," আমরা চাই বিড়িও এসে আমাদের গ্রামে তদন্ত করুক। যারা প্রকৃত পাওয়ার যোগ্য তাদের ঘর দেওয়ার ব্যবস্থা করা হোক।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 21, 2022 10:04 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কাঁচা বাড়ি সত্ত্বেও নাম নেই তালিকায়, আবাস যোজনার সার্ভের কাজে দুর্নীতিতে অভিযুক্ত আশাকর্মী