Tmc Councillor Gives Vaccine: পুরসভায় ঢোকা নিষেধ বিদায়ী ডেপুটি মেয়রের! ভ্যাকসিন 'দিয়ে' বিপদে তাবাসসুম

Last Updated:

Tmc Councillor Gives Vaccine: স্বাস্থ্যভবনের তরফেও জেলা স্বাস্থ্য প্রশাসনের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়। স্বাস্থ্যকর্মীদের উপস্থিতিতে একজন অনভিজ্ঞ জনপ্রতিনিধি কীভাবে ভ্যাকসিন দেওয়ার মতো বেআইনি কাজ করলেন, তা নিয়ে চর্চা শুরু হয় শাসক দলের অন্দরেও।

#আসানসোল: পুরসভার কোনও কাজে যুক্ত থাকতে পারবেন না। এমনকী পুরসভার অফিসে ঢোকার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি। ভ্যাকসিন কাণ্ডে নজিরবিহীন পদক্ষেপ নিল আসানসোল পুরসভা। আসানসোল পুরসভার বিদায়ী ডেপুটি মেয়র তথা বর্তমানে প্রশাসক বোর্ডের সদস্য তাবাসসুম আরার নিজের হাতে এক মহিলাকে ভ্যাকসিন দেওয়ার ছবি প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়ে যায়। প্রশ্ন ওঠে কীভাবে প্রশিক্ষণ ছাড়াই স্বাস্থ্য কর্মীর হাত থেকে সিরিঞ্জ নিয়ে নিজেই এক মহিলার হাতে করোনার টিকা দেওয়ার স্পর্ধা পেলেন?  প্রশিক্ষণ থাকলেও কি এই কাজ করতে পারেন একজন জনপ্রতিনিধি? ছবি ভাইরাল হতেই নানা মহলে এহেন 'কুকীর্তি'র নিন্দায় সরব হন প্রত্যেকেই।
স্বাস্থ্যভবনের  তরফেও জেলা স্বাস্থ্য প্রশাসনের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়। স্বাস্থ্যকর্মীদের উপস্থিতিতে একজন অনভিজ্ঞ জনপ্রতিনিধি কীভাবে বেআইনি কাজ করলেন, তা নিয়ে চর্চা শুরু হয় শাসক দলের অন্দরেও। আসানসোল পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় জানান, 'যে কাজ উনি করেছেন তা এক প্রকার অপরাধ। দলীয় সদস্য হওয়ায় তাঁকে আড়াল করা নয়, ইতিমধ্যেই তাঁকে শোকজ করা হয়েছে। শুধু শো-কজ করাই নয়, যতক্ষণ না পর্যন্ত শোকজের জবাব তিনি দিচ্ছেন এবং আমরা সমস্ত দিক খতিয়ে দেখার পাশাপাশি শোকজের জবাবে সন্তুষ্ট হচ্ছি ততক্ষণ পর্যন্ত ওনাকে পুরসভা সংক্রান্ত সমস্ত কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে'। আজই শেষ হচ্ছে শোকজের জবাব দেওয়ার সময়। এমনকী পুরসভার অফিসেও তাঁকে ঢুকতে নিষেধ করা হয়েছে।
advertisement
নিউজ 18 বাংলা-কে সাক্ষাৎকারে জানালেন অমরনাথবাবু। একদিকে যেমন পুরসভার তরফ থেকে গোটা ঘটনা তদন্ত করা হচ্ছে। জেলা স্বাস্থ্য দপ্তর সমস্ত দিক খতিয়ে দেখছেন। পাশাপাশি যেহেতু তিনি তৃণমূল কংগ্রেসের সদস্য, তাই দলের তরফ থেকেও তাবাসসুম আরার এই 'বেআইনি' কাজে যুক্ত থাকায় রীতিমতো ক্ষুব্ধ ও অস্বস্তিতে শাসক দল। তৃণমূল সূত্রের খবর, এ  ব্যাপারে ইতিমধ্যেই তাবাসসুম আরাকে সতর্ক করা হয়েছে। এই ঘটনায় রং লেগেছে রাজনীতিরও। স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফে রবিবার কুলটি থানায় এই বেনজির ঘটনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tmc Councillor Gives Vaccine: পুরসভায় ঢোকা নিষেধ বিদায়ী ডেপুটি মেয়রের! ভ্যাকসিন 'দিয়ে' বিপদে তাবাসসুম
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement