Bengal Fifth Phase Election: '২ মে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সার্টিফিকেট পেয়ে যাবেন', মমতাকে কটাক্ষ মোদির

Last Updated:

মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনী এবং সেনাকে রাজনীতির জন্য আক্রমণ করছেন বলেও অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী৷

#আসানসোল: মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে সংবিধানের ঊর্ধ্বে ভাবেন৷ কিন্তু ২ তারিখেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর সার্টিফিকেট পেয়ে যাবেন তিনি৷ এ দিন আসানসোলের সভা থেকে এমনই কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় চোখে অহংকারের পর্দা পরে রয়েছেন৷ অহংকারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকেই ছোট করে দেখেন বলেও অভিযোগ মোদির৷ সেই কারণেই কেন্দ্রীয় সরকার করোনা নিয়ে বৈঠক ডাকলেও রাজ্যের মুখ্যমন্ত্রী শেষ দু'টি বৈঠকে যোগ দেননি বলে অভিযোগ প্রধানমন্ত্রীর৷ তাঁর দাবি, বাংলার মানুষের ভাল চান না মুখ্যমন্ত্রী৷ বাংলার মানুষের উন্নয়নও মমতা বন্দ্যোপাধ্যায় চান না বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী৷
রাজ্যে পঞ্চম দফার নির্বাচনের দিন ফের একবার বাংলায় প্রচারে এসেছেন নরেন্দ্র মোদি৷ এ দিন প্রথমে আসানসোলে সভা করেন প্রধানমন্ত্রী৷ সেই সভা থেকেই তিনি বলেন, 'ছাপ্পা ভোটকে গুন্ডাগিরি, মস্তানি করতে দেওয়া হচ্ছে না বলে দিদি আরও মরিয়া হয়ে উঠেছেন৷ বাংলা থেকে দিল্লি পর্যন্ত মোদির বিরুদ্ধে দিদি জোট করছেন, নির্বাচন কমিশনে অভিযোগ করছেন৷ আপনি যত খুশি ষড়যন্ত্র করুন, চেষ্টা করুন বাংলার মানুষই সবকিছু ব্যর্থ করে দেবেন৷ বাংলার মানুষই আপনার বিরুদ্ধে জোট করেছেন৷ বাংলার মানুষ আপনাকে এমন সার্টিফিকেট দিতে চলেছে যে আপনি সারাজীবন বাড়িতে তা টাঙিয়ে রাখতে পারবেন৷ সার্টিফিকেটে লেখা থাকবে প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ ওটা নিয়েই ঘুরবেন৷ '
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনী এবং সেনাকে রাজনীতির জন্য আক্রমণ করছেন বলেও অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, 'কেন্দ্রীয় বাহিনী শুধু নয়, দিদি সেনাকেও বদনাম করছেন৷ রাজনীতির জন্য মিথ্যে অভিযোগ আনছেন৷ উনি নিজেকে সংবিধানের ঊর্ধ্বে মনে করেন৷ দিদির চোখে অহংকারের পর্দা৷ দিদির রাজনীতি শুধু বিরোধ আর প্রতিরোধে সীমাবদ্ধ নেই৷ দিদির রাজনীতি প্রতিশোধের ভয়ঙ্কর সীমা পার করে গিয়েছে৷ গত দশ বছরে বিজেপি-র অসংখ্য় কর্মী খুন হয়েছেন রাজ্যে৷ দিদির জন্য কত মা নিজের সন্তানকে হারিয়েছেন, কত বোন আজও তাঁদের ভাইদের ফিরে আসার অপেক্ষায় রয়েছেন৷'
advertisement
advertisement
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, এক সময় যে আসানসোলে সারা দেশ থেকে মানুষ চাকরির জন্য আসতেন, তৃণমূলের আমলে আজ সেখানেই মাফিয়ারাজ, কয়লা পাচার, বালি পাচারের মতো কারবার চলছে৷ প্রধানমন্ত্রী দাবি করেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলেই মাফিয়ারাজ থেকে মুক্তি পাবে আসানসোল৷ নরেন্দ্র মোদি অভিযোগ করেন, বাংলার উন্নয়নের পথ আটকে দেওয়ালের মতো দাঁড়িয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর দাবি, আয়ুষ্মান ভারত সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে চালু করতে দেননি মমতা বন্দ্যোপাধ্যায়৷ আবার তিন তালাক বিরোধী বিল, নাগরিকত্ব সংশোধন আইন, নতুন কৃষি আইন পাশ করানোর সময় তার বিরোধিতা করেছেন মমতা৷ নরেন্দ্র কটাক্ষ, 'আপনার উদ্দেশ্য নিয়েও বাংলার মানুষের সন্দেহ রয়েছে৷ দশ বছর ধরে দিদির সরকার শুধু বিভাজনের রাজনীতি করেছে৷ এবার সংঘাত নয়, সহযোগিতা হবে৷ বিরোধিতা নয়, বিকাশ হবে৷ ভয় নয়, পেটে ভাত হবে, শিল্প হবে, উন্নয়ন হবে, শিক্ষা হবে৷'
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengal Fifth Phase Election: '২ মে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সার্টিফিকেট পেয়ে যাবেন', মমতাকে কটাক্ষ মোদির
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement