Bengal Fifth Phase Election: '২ মে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সার্টিফিকেট পেয়ে যাবেন', মমতাকে কটাক্ষ মোদির

Last Updated:

মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনী এবং সেনাকে রাজনীতির জন্য আক্রমণ করছেন বলেও অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী৷

#আসানসোল: মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে সংবিধানের ঊর্ধ্বে ভাবেন৷ কিন্তু ২ তারিখেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর সার্টিফিকেট পেয়ে যাবেন তিনি৷ এ দিন আসানসোলের সভা থেকে এমনই কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় চোখে অহংকারের পর্দা পরে রয়েছেন৷ অহংকারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকেই ছোট করে দেখেন বলেও অভিযোগ মোদির৷ সেই কারণেই কেন্দ্রীয় সরকার করোনা নিয়ে বৈঠক ডাকলেও রাজ্যের মুখ্যমন্ত্রী শেষ দু'টি বৈঠকে যোগ দেননি বলে অভিযোগ প্রধানমন্ত্রীর৷ তাঁর দাবি, বাংলার মানুষের ভাল চান না মুখ্যমন্ত্রী৷ বাংলার মানুষের উন্নয়নও মমতা বন্দ্যোপাধ্যায় চান না বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী৷
রাজ্যে পঞ্চম দফার নির্বাচনের দিন ফের একবার বাংলায় প্রচারে এসেছেন নরেন্দ্র মোদি৷ এ দিন প্রথমে আসানসোলে সভা করেন প্রধানমন্ত্রী৷ সেই সভা থেকেই তিনি বলেন, 'ছাপ্পা ভোটকে গুন্ডাগিরি, মস্তানি করতে দেওয়া হচ্ছে না বলে দিদি আরও মরিয়া হয়ে উঠেছেন৷ বাংলা থেকে দিল্লি পর্যন্ত মোদির বিরুদ্ধে দিদি জোট করছেন, নির্বাচন কমিশনে অভিযোগ করছেন৷ আপনি যত খুশি ষড়যন্ত্র করুন, চেষ্টা করুন বাংলার মানুষই সবকিছু ব্যর্থ করে দেবেন৷ বাংলার মানুষই আপনার বিরুদ্ধে জোট করেছেন৷ বাংলার মানুষ আপনাকে এমন সার্টিফিকেট দিতে চলেছে যে আপনি সারাজীবন বাড়িতে তা টাঙিয়ে রাখতে পারবেন৷ সার্টিফিকেটে লেখা থাকবে প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ ওটা নিয়েই ঘুরবেন৷ '
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনী এবং সেনাকে রাজনীতির জন্য আক্রমণ করছেন বলেও অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, 'কেন্দ্রীয় বাহিনী শুধু নয়, দিদি সেনাকেও বদনাম করছেন৷ রাজনীতির জন্য মিথ্যে অভিযোগ আনছেন৷ উনি নিজেকে সংবিধানের ঊর্ধ্বে মনে করেন৷ দিদির চোখে অহংকারের পর্দা৷ দিদির রাজনীতি শুধু বিরোধ আর প্রতিরোধে সীমাবদ্ধ নেই৷ দিদির রাজনীতি প্রতিশোধের ভয়ঙ্কর সীমা পার করে গিয়েছে৷ গত দশ বছরে বিজেপি-র অসংখ্য় কর্মী খুন হয়েছেন রাজ্যে৷ দিদির জন্য কত মা নিজের সন্তানকে হারিয়েছেন, কত বোন আজও তাঁদের ভাইদের ফিরে আসার অপেক্ষায় রয়েছেন৷'
advertisement
advertisement
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, এক সময় যে আসানসোলে সারা দেশ থেকে মানুষ চাকরির জন্য আসতেন, তৃণমূলের আমলে আজ সেখানেই মাফিয়ারাজ, কয়লা পাচার, বালি পাচারের মতো কারবার চলছে৷ প্রধানমন্ত্রী দাবি করেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলেই মাফিয়ারাজ থেকে মুক্তি পাবে আসানসোল৷ নরেন্দ্র মোদি অভিযোগ করেন, বাংলার উন্নয়নের পথ আটকে দেওয়ালের মতো দাঁড়িয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর দাবি, আয়ুষ্মান ভারত সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে চালু করতে দেননি মমতা বন্দ্যোপাধ্যায়৷ আবার তিন তালাক বিরোধী বিল, নাগরিকত্ব সংশোধন আইন, নতুন কৃষি আইন পাশ করানোর সময় তার বিরোধিতা করেছেন মমতা৷ নরেন্দ্র কটাক্ষ, 'আপনার উদ্দেশ্য নিয়েও বাংলার মানুষের সন্দেহ রয়েছে৷ দশ বছর ধরে দিদির সরকার শুধু বিভাজনের রাজনীতি করেছে৷ এবার সংঘাত নয়, সহযোগিতা হবে৷ বিরোধিতা নয়, বিকাশ হবে৷ ভয় নয়, পেটে ভাত হবে, শিল্প হবে, উন্নয়ন হবে, শিক্ষা হবে৷'
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengal Fifth Phase Election: '২ মে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সার্টিফিকেট পেয়ে যাবেন', মমতাকে কটাক্ষ মোদির
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement