#আসানসোল: রবিবার আসানসোল পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে চলছে উপনির্বাচন। পাশাপাশি বনগাঁতেও এদিন আয়োজন হয়েছে উপনির্বাচনের। আর দুই নির্বাচন ঘিরেই মিলেছে অশান্তির খবর। এদিন সকাল থেকেই আসানসোলের ১২ টি ভোটগ্রহণ কেন্দ্রের ১৪ টি বুথে ভোটগ্রহণ শুরু হয়। বিজেপি প্রার্থী সুদীপ চক্রবর্তীর অভিযোগ, জামুড়িয়ার মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ের ৪২ নম্বর বুথে বিজেপির বুথ এজেন্ট রমেশ দাসকে মারধর করে তাড়িয়ে দিয়েছে তৃণমূল। তাঁর অভিযোগ, শাসক দলের দুষ্কৃতীরা বুথ দখলের চেষ্টা করছে। এনিয়ে অবশ্য শাসক দলের কেউই কোনও মন্তব্য করতে চাননি। রবিবার জে কে নগর মোড় এলাকায় বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই সহ অন্যান্য বিজেপি কর্মী ও সমর্থকরা ভিড় করলে পুলিশ তাঁদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এই নিয়েই বিজেপির অভিযোগ, পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে।
আরও পড়ুন- যুদ্ধ কোনও বিকল্প নয়, ভারতের সঙ্গে স্থায়ী শান্তি চায় পাকিস্তান:পাক প্রধানমন্ত্রী
এই কেন্দ্রের নির্বাচনে তৃণমূলের প্রার্থী আসানসোল পুরসভার মেয়র বিধান উপাধ্যায়। বিজেপির প্রার্থী সুদীপ চক্রবর্তী, সিপিএমের প্রার্থী শুভাশিস মণ্ডল ও কংগ্রেসের প্রার্থী সোমনাথ চট্টোপাধ্যায়। আসানসোল পুরভোটে ৬ নম্বর ওয়ার্ডে জিতেছিলেন তৃণমূলের সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। বিধান উপাধ্যায়কে মেয়র করা হলেও কোনও ওয়ার্ড থেকে জিততে পারেননি তিনি। তাই দলের নির্দেশে পদত্যাগ করেন থেকে সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই উপনির্বাচন।
আরও পড়ুন- প্রবল বৃষ্টিতে ভূমিধস, হড়পা বান! বেশ কয়েকটি রাজ্যে বন্যায় ডুবছে মানুষ, মৃত ৩৩
অন্যদিকে, বনগাঁ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডেও ভোটগ্রহণ চলছে। এখানে তৃণমূলের প্রার্থী পাপাই রাহা। বিজেপির প্রার্থী অরূপ পাল। ভোট শুরুর পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে কবি কেশবলাল বিদ্যাপীঠে। বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়ার উপস্থিতিতে বুথের বাইরে বহিরাগতদের জমায়েতের অভিযোগ তোলেন তৃণমূলের প্রার্থী পাপাই রাহা। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি বিধায়ক। বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরাও। বহিরাগতদের জড়িয়ে থাকার অভিযোগ অবশ্য অস্বীকার করেছে বিজেপি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।