Pak PM Shehbaz Sharif: "যুদ্ধ কোনও বিকল্প নয়, ভারতের সঙ্গে স্থায়ী শান্তি চায় পাকিস্তান": পাক প্রধানমন্ত্রী শেহবাজ
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
India Pakistan Permanent Peace: "আমরা আলোচনার মাধ্যমে ভারতের সঙ্গে স্থায়ী শান্তি চাই কারণ যুদ্ধ কোনও দেশের জন্যই বিকল্প নয়,” বলেন পাক প্রধানমন্ত্রী।
#ইসলামাবাদ: ভারতের সঙ্গে ‘স্থায়ী শান্তি’ চায় পাকিস্তান! পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন যে পাকিস্তান আলোচনার মাধ্যমে ভারতের সঙ্গে স্থায়ী শান্তি সমাধান চায় কারণ কাশ্মীর সমস্যা সমাধানের জন্য যুদ্ধ কোন দেশেরই বিকল্প নয়, হতে পারে না, শনিবার জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। দ্য নিউজ ইন্টারন্যাশনাল পত্রিকা অনুযায়ী, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি প্রতিনিধি দলের সঙ্গে কথা বলার সময় শেহবাজ শরিফ জানান, এই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি জাতিসংঘের রেজুলেশন অনুযায়ী কাশ্মীর সমস্যার সমাধানের সঙ্গে যুক্ত।
“পাকিস্তান এই অঞ্চলে শান্তি বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে, এবং এই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী কাশ্মীর সমস্যার সমাধানের সঙ্গে যুক্ত ছিল। আমরা আলোচনার মাধ্যমে ভারতের সঙ্গে স্থায়ী শান্তি চাই কারণ যুদ্ধ কোনও দেশের জন্যই বিকল্প নয়,” বলেন পাক প্রধানমন্ত্রী।
advertisement
advertisement
কাশ্মীর ইস্যু এবং পাকিস্তানের আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক প্রায়ই উত্তেজনাপূর্ণ। ভারত বারবার পাকিস্তানকে জানিয়েছে, জম্মু ও কাশ্মীর চিরকালই এই দেশের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে। ভারত জানিয়েছে সন্ত্রাস, শত্রুতা ও হিংসামুক্ত পরিবেশে পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক প্রতিবেশীর সম্পর্ক চায় দেশ।
advertisement
শেহবাজ শরিফ জানান, ইসলামাবাদ এবং নয়াদিল্লির মধ্যে বাণিজ্য, অর্থনীতি এবং জনগণের অবস্থার উন্নতিতে প্রতিযোগিতা থাকা উচিত। তিনি জানান, পাকিস্তান আগ্রাসী ছিল না, তবে পাক পারমাণবিক সম্পদ এবং প্রশিক্ষিত সেনাবাহিনী প্রতিরোধমূলক মনোভাব রাখে। তিনি জানান, ইসলামাবাদ আগ্রাসনের জন্য নয় বরং তাঁদের সীমান্ত রক্ষার জন্যই সামরিক বাহিনী ব্যয় করে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 21, 2022 12:06 PM IST