Heavy Rain Flash Flood: প্রবল বৃষ্টিতে ভূমিধস, হড়পা বান! বেশ কয়েকটি রাজ্যে বন্যায় ডুবছে মানুষ, মৃত ৩৩
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Flash Flood Landslides: শুক্রবার থেকে ভারী বর্ষণে ভূমিধস এবং হড়পা বান দেখা দেওয়ায় হিমাচল প্রদেশে এক পরিবারের আট সদস্য সহ অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে৷
#নয়াদিল্লি: হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা এবং উত্তরাখণ্ড সহ বেশ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট হড়পা বান এবং ভূমিধসে শনিবার ৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সূত্রের খবর, শুক্রবার থেকে ভারী বর্ষণে ভূমিধস এবং হড়পা বান দেখা দেওয়ায় হিমাচল প্রদেশে এক পরিবারের আট সদস্য সহ অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে৷ রাজ্য জুড়ে বৃষ্টিজনিত দুর্ঘটনায় ১০ জন আহত হয়েছেন, এবং মান্ডিতে ছয়জন নিখোঁজ হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে, সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন ডেপুটি কমিশনার অরিন্দম চৌধুরী।
উত্তরাখণ্ডে ধারাবাহিক মেঘ ভাঙার ঘটনায় চারজন নিহত এবং ১০ জন নিখোঁজ হয়েছেন। নদী বিপদ সীমা লঙ্ঘন করেছে এবং সেতু ভেসে যাওয়ায় বেশ কয়েকটি গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন। সেখান থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদে।
advertisement
advertisement
ইতিমধ্যেই বন্যার কবলে পড়েছে ওড়িশা এবং প্রায় ৫০০ টি গ্রাম জলে ডুবে গিয়েছে। যার ফলে ৪.৫ লক্ষ মানুষ বন্যা কবলিত। রাজ্যের কিছু অংশে নতুন করে ভারী বৃষ্টিপাত হওয়ায় মানুষ আরও ক্ষতির সম্মুখীন হয়েছেন। এখনও অবধি চারজনের মৃত্যুর খবর জানিয়েছেন কর্মকর্তারা। রাজ্য সরকার ময়ূরভঞ্জ, কেন্দ্রপাড়া এবং বালাসোর সহ বেশ কয়েকটি জেলায় উদ্ধার ও ত্রাণ দল মোতায়েন করেছে।
advertisement
বন্যাপ্লাবিত মহানদীতে শনিবার প্রবল স্রোতে একটি নৌকা ভেসে যায়, পরে ৭০ জনকে উদ্ধার করা হয়েছে। ভারী বৃষ্টিতে ঝাড়খণ্ডের বেশ কয়েকটি জেলায় বহু গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে এবং নিচু এলাকা জলে তলিয়ে গেছে। পশ্চিম সিংভূমে বাড়ির মাটির দেওয়াল ধসে পড়ে একজন মহিলার মৃত্যু হয়েছে। অন্যদিকে রামগড় জেলার বন্যা প্লাবিত নলকারি নদীতে দুইজনের ডুবে মৃত্যু হয়েছে।
advertisement
জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার বৈষ্ণো দেবী যাত্রা রবিবার সকালে ফের শুরু হয়েছে। ভারী বৃষ্টির কারণে তীর্থযাত্রার পথে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার পরে রাতারাতি স্থগিত করা হয় যাত্রা। আবহাওয়া অফিস রবিবার পশ্চিম মধ্যপ্রদেশে এবং সোমবার পূর্ব রাজস্থানে অত্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 21, 2022 11:32 AM IST