Mob Lynching: 'ধর-ধর ওকে', আসানসোলের বাজারে যুবককে চোর সন্দেহে বেধড়ক মার!

Last Updated:

Mob Lynching: মোবাইল চুরির সময় সে হাতেনাতে ধরা পড়ে। বামাল ধৃত অজ্ঞাত পরিচয় যুবককে বেধড়ক মারধর করেন ওই বাজারের ব্যবসায়ীরা।

আসানসোল: চোর সন্দেহে গণপিটুনি দেওয়া হল এক যুবককে। আসানসোল দক্ষিণ থানা এলাকার আসানসোল বাজার এলাকায় বুধবার রাতে এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, মোবাইল চুরির সঙ্গে যুক্ত ওই যুবক। তাঁদের দাবি, মোবাইল চুরির সময় সে হাতেনাতে ধরা পড়ে। বামাল ধৃত অজ্ঞাত পরিচয় যুবককে বেধড়ক মারধর করেন ওই বাজারের ব্যবসায়ীরা।
তাঁদের অভিযোগ, বাজার এলাকায় মোবাইল চুরি ও মোটর বাইক চুরির সঙ্গে ওই যুবক যুক্ত। এরপরেই চোর সন্দেহে ওই যুবককে চড়-থাপ্পড় লাথি ঘুষি মারা হয়। খবর পেয়ে দক্ষিণ থানার পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে নিয়ে যায়। যদিও পুলিশের কাছে কোন লিখিত অভিযোগ আসেনি।
যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। তবে আইন হাতে নিয়ে যারা মারধরের ঘটনা ঘটিয়েছেন, সেই বাজারের ব্যবসায়ীদের তীব্র নিন্দা করেছেন মানবাধিকার সংগঠনের কর্মীরা।
advertisement
advertisement
প্রসঙ্গত, এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে ওই এলাকায়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mob Lynching: 'ধর-ধর ওকে', আসানসোলের বাজারে যুবককে চোর সন্দেহে বেধড়ক মার!
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement