Mob Lynching: 'ধর-ধর ওকে', আসানসোলের বাজারে যুবককে চোর সন্দেহে বেধড়ক মার!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Mob Lynching: মোবাইল চুরির সময় সে হাতেনাতে ধরা পড়ে। বামাল ধৃত অজ্ঞাত পরিচয় যুবককে বেধড়ক মারধর করেন ওই বাজারের ব্যবসায়ীরা।
আসানসোল: চোর সন্দেহে গণপিটুনি দেওয়া হল এক যুবককে। আসানসোল দক্ষিণ থানা এলাকার আসানসোল বাজার এলাকায় বুধবার রাতে এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, মোবাইল চুরির সঙ্গে যুক্ত ওই যুবক। তাঁদের দাবি, মোবাইল চুরির সময় সে হাতেনাতে ধরা পড়ে। বামাল ধৃত অজ্ঞাত পরিচয় যুবককে বেধড়ক মারধর করেন ওই বাজারের ব্যবসায়ীরা।
তাঁদের অভিযোগ, বাজার এলাকায় মোবাইল চুরি ও মোটর বাইক চুরির সঙ্গে ওই যুবক যুক্ত। এরপরেই চোর সন্দেহে ওই যুবককে চড়-থাপ্পড় লাথি ঘুষি মারা হয়। খবর পেয়ে দক্ষিণ থানার পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে নিয়ে যায়। যদিও পুলিশের কাছে কোন লিখিত অভিযোগ আসেনি।
যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। তবে আইন হাতে নিয়ে যারা মারধরের ঘটনা ঘটিয়েছেন, সেই বাজারের ব্যবসায়ীদের তীব্র নিন্দা করেছেন মানবাধিকার সংগঠনের কর্মীরা।
advertisement
advertisement
প্রসঙ্গত, এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে ওই এলাকায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 29, 2021 5:37 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mob Lynching: 'ধর-ধর ওকে', আসানসোলের বাজারে যুবককে চোর সন্দেহে বেধড়ক মার!

