Durga Puja 2024 : পুজোয় বুর্জ খালিফা, টুইন টাওয়ার বানিয়ে নজরে! এবার আসানসোলের বুকে তাদের তাজ হোটেল

Last Updated:

এই কয়েক বছরে বিভিন্ন বিখ্যাত ইমারত মণ্ডপের থিম হিসেবে বেছে নিয়েছেন উদ্যোক্তারা।

+
মুম্বাই

মুম্বাই তাজ হোটেলের অনুকরণে তৈরি মন্ডপ।

আসানসোল, পশ্চিম বর্ধমান : উৎসবের মেজাজে বাঙালি। মহাষষ্ঠী থেকে পুরোদমে শুরু হয়ে গিয়েছে পুজো। পুজোর আনন্দে মাতোয়ারা মানুষের ভিড় রাস্তায়। ছোট বড় বিভিন্ন মন্ডপের দরজা খুলে দেওয়া হয়েছে দর্শকদের জন্য। থিমের লড়াইয়ে কোনও পুজো উদ্যোক্তা একে অপরকে টেক্কা দেওয়ার প্রয়াস করতে ছাড়েনি। এমন অবস্থায় বেশ কিছু পুজো কমিটি দর্শকদের নজর কেড়ে নিয়েছে। যার মধ্যে অন্যতম আসানসোলের ধেমোমেন কোলিয়ারির দুর্গা পুজো। এবার তাদের থিম তাজ হোটেল।
প্রসঙ্গত, বিগত দু’বছর ধরে এই পুজো কমিটি জেলাবাসীর সকলের নজরে রয়েছে। কারণ বিগত দু’বছরে তাদের থিম ব্যাপকভাবে দর্শকদের মুগ্ধ করে তুলেছে। পুজো উদ্যোক্তারা বিগত এই কয়েক বছরে বিভিন্ন বিখ্যাত ইমারত মণ্ডপের থিম হিসেবে বেছে নিয়েছে। উদ্যোক্তাদের পরিকল্পনা মত তার বাস্তবায়ন নিখুঁতভাবে করেছেন শিল্পী। সবমিলিয়ে পুজোর সময় তা দর্শকদের কাছে ব্যাপকভাবে উপভোগ্য হয়ে উঠেছে। ফলে পুজোর আয়োজনে সফলতা পেয়েছেন কমিটির সদস্যরা।
advertisement
advertisement
উল্লেখ্য আসানসোলে কোলিয়ারি যতগুলি পুজো হয় তার মধ্যে ধেমোমেন্ট কোলিয়ারির পূজো অন্যতম বড় বিগত ২ বছরে তাদের থিম ছিল বুর্জ খলিফা এবং টুইন টাওয়ার এই দুটি মন্ডপ তৈরি করে তারা আসানসোল সহ গোটা পশ্চিম বর্ধমান জেলার কাছেই ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে বিগত দুটি বছরেই প্রচুর সংখ্যায় দর্শকদের ঢল নেমেছিল এই মন্ডপে। তাই এবছর তারা থিম হিসেবে বেছে নিয়েছেন মুম্বইয়ের তাজ হোটেল।
advertisement
জানা গিয়েছে, এবছর ধেমোমেন কোলিয়ারির পুজো ৫৩ তম বর্ষে পা রেখেছে। বাজেট রাখা হয়েছে প্রায় ৩০ লক্ষ টাকা। এই পুজোয় খনি শ্রমিকরা চাঁদা দেন। আসানসোলের পুরানো এবং বড় পুজোগুলির মধ্যে অন্যতম এই মন্ডপ ‘তাজ হোটেলে’ আলোকসজ্জার দায়িত্বে রয়েছেন চন্দননগরের শিল্পীরা। এছাড়াও দর্শনার্থীদের সুবিধার্থে একাধিক ব্যবস্থা রয়েছে। মন্ডপ চত্বরে রয়েছে এমারজেন্সি মেডিকেল ব্যবস্থা। রয়েছে মহিলাদের জন্য শৌচাগার। যে কোনও বিশৃঙ্খলা এড়াতে থাকছেন স্বেচ্ছাসেবকরা।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2024 : পুজোয় বুর্জ খালিফা, টুইন টাওয়ার বানিয়ে নজরে! এবার আসানসোলের বুকে তাদের তাজ হোটেল
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement