Babul Supriyo: তৃণমূলে তোলাবাজির লোভেই BJP-তে ভাঙন! নিজেদের 'ব্যর্থতা' মানতে নারাজ বাবুল সুপ্রিয়

Last Updated:

Babul Supriyo: নিজেদের দলের সাংগঠনিক দুর্বলতা খোঁজার পরিবর্তে বাবুল সুপ্রিয় দলত্যাগীদের কার্যত লোভী আখ্যা দিয়েছেন।

#আসানসোল: বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিরাট জয়। আর তারপর থেকেই ফের রাজ্য জুড়ে চলছে দলবদলের খেলা। কিন্তু এরই মধ্যে আসানসোলে থেকে গিয়েছিল গেরুয়া দুর্গ হিসেবেই। আসানসোলে কখনই সে অর্থে বড় থাবা বসাতে পারেনি রাজ্যের শাসক দল। ভোটের আগে আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে অবশ্য দলে টেনে নিয়েছিল গেরুয়া শিবিরেই। কিন্তু বিধানসভা ভোটে তিনি জিততে পারেননি। কিন্তু তৃতীয় বারের জন্য রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসতেই এবার আসানসোলেও বিজেপির সংগঠনে বড় থাবা বসাল তৃণমূল। রবিবার বিজেপি-র আসানসোলের প্রাক্তন জেলা সম্পাদক মদনমোহন চৌবে ও বিজেপির বহু কর্মী যোগ দিয়েছেন তৃণমূলে। রাজ্যের আইন মলয় ঘটক তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। আর এরপরই সোশ্যাল মিডিয়ায় দলের সেই নেতা-কর্মীদের সমালোচনায় ভরিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়।
সোশ্যাল মিডিয়ায় বাবুল লিখেছেন, 'হ্যাঁ, আজ আসানসোলে কিছু বিজেপি 'সহকর্মী' দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে ! অত্যন্ত 'আনন্দিত' হয়ে আনন্দবাজার ‘ভাঙ্গনের' হেডিংও করেছে ! No Poblemo !! আমি এটুকুই বলবো যে, যারা একসময় সাথে ছিলো তারা আজ তাদের নিজেদের মর্জি/ইচ্ছা/বিবেক অনুযায়ী দল ছেড়েছে বলে তাদের 'ছোট নেতা - চুনোপুটি - গদ্দার' ও বলবো না আবার 'কিছু এসে যায় না'-র মতো মন্তব্যও করবো না || তোমাদের সঙ্গেও ভালো ছিলাম - তোমাদের 'বিপক্ষ' হিসেবেও আমরা ভালো থাকবো, এটাই বলবো !!' (বানান অপরিবর্তীত)
advertisement
কিন্তু এখানেই থেমে থাকেননি কেন্দ্রীয় মন্ত্রী। নিজেদের দলের সাংগঠনিক দুর্বলতা খোঁজার পরিবর্তে বাবুল সুপ্রিয় দলত্যাগীদের কার্যত লোভী আখ্যা দিয়েছেন। সিন্ডিকেট-তোলাবাজির জন্যই এই দলত্যাগ বলে দাবি করেছেন তিনি। ফেসবুকে লিখেছেন, 'আসানসোলের তৃণমূলী নেতা-মন্ত্রীরা তোমাদের আশানরুপ এলাকায় 'সিন্ডিকেট-তোলাবাজির''সুযোগ করে দিয়ে তোমাদের ভালো রাখবে এই কামনা করি ! (Pun absolutely intended)' (বানান অপরিবর্তীত)
advertisement
advertisement
এই সেই পোস্ট এই সেই পোস্ট
যদিও সিন্ডিকেট নয়, বরং বিজেপিতে মন ভেঙে যাওয়ার কথা বলেছেন মদনমোহন চৌবেরা। ২০১১ সালে আসানসোল উত্তর কেন্দ্র থেকে বিজেপি-র প্রার্থী হয়েছিলেন মদনমোহন। কিন্তু সেই বার হারের পর আর টিকিট দেওয়া হয়নি তাঁকে। এবারের নির্বাচনের আগে তিনি নিজেও ভেবেছিলেন দল টিকিট দেবে। কিন্তু তা হয়নি। তাঁর মতে, এমন সব ব্যক্তিদের টিকিট দিয়েছিল দল, তার পরিবর্তে দলের কর্মীদের দাঁড় করালে অনেক ভালো ফল হত। একই সঙ্গে দলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তুলেছেন তিনি। তাঁর অভিযোগ, 'ভাবতে পারিনি নিজের দল তার আদর্শ থেকে সরে যাবে এবং দুর্নীতি করবে। দল করার মানসিকতা আর নেই। এই দুর্নীতিতে কারা জড়িত সে খবর আপনারা কিছু দিন বাদে পেয়ে যাবেন। বড়, ছোট সব নেতাই এর সঙ্গে জড়িত।'
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Babul Supriyo: তৃণমূলে তোলাবাজির লোভেই BJP-তে ভাঙন! নিজেদের 'ব্যর্থতা' মানতে নারাজ বাবুল সুপ্রিয়
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement