TMC Candidate Saayoni Ghosh: পুলিশি লাঠিচার্জে উত্তপ্ত আসানসোল, ASI-র সঙ্গে ব্যাপক বচসায় জড়ালেন সায়নী ঘোষ
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
ভোটের (West Bengal Assembly Election Phase 7) দিন বেলা গড়াতেই উত্তপ্ত আসানসোল। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের (Bengal Poll Violence 2021) আসানসোলের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের।
#আসানসোল: ভোটের দিন (West Bengal Assembly Election Phase 7) বেলা গড়াতেই উত্তপ্ত আসানসোল (Asansol)। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ। এ দিন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সোনমনি এফ পি বিদ্যালয়ে চত্ত্বরে সাময়িক উত্তেজনা ছড়ায়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যান তৃণমূল প্রার্থী টলিউড অভিনেত্রী সায়নী ঘোষ (TMC Candidate Saayoni Ghosh)। এরপরেই পুলিশ আধিকারিকের সঙ্গে বচসায় জড়িয়ে সায়নী। পালটা তৃণমূলের বিরুদ্ধে বুথ ক্যাপচারের চেষ্টার অভিযোগ ওঠে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
সোমবার রাজ্যের সপ্তম দফা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) রাজ্যের শাসক শিবিরের তারকাপ্রার্থী সায়নীর ভাগ্যগণনার লড়াই।ফলে এ দিন সকাল থেকেই নিজের কেন্দ্রের বুথে বুথে ঘুরছিলেন সায়নী। প্রচারের দিনগুলির মতোই এদিন তিনি বুথে বুথে নজরদারি চালান। সঙ্গে ছিলেন তৃণমূলের অন্য নেতানেত্রীরাও। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সোনমনি এফ পি বিদ্যালয়ে সাময়িকভাবে উত্তেজনা ছড়ায়। খবর পেতেই সেখানে পৌঁছন তৃনমূল প্রার্থী সায়নী ঘোষ।
advertisement
advertisement
সায়নীর দাবি, তিনি সেখানে পৌঁছাতেই দলের নেতা-কর্মীরা অভিযোগ জানান পুলিশ তাঁদের ওপর অযথা লাঠিচার্জ করছে। জানা গিয়েছে, কথাবার্তার মধ্যেই সেখানে পৌঁছন লাঠিচার্জ করেছেন এমন এক পুলিশ আধিকারিক। এরপরেই ওই পুলিশ আধিকারিকের সঙ্গে তর্ক-বিতর্ক হয় সায়নীর। এরই মধ্য পুলিশি লাঠিচার্জে উত্তপ্ত আসানসোল, সায়নী ঘোষকে আঙুল উঁচিয়ে হুঁশিয়ারির অভিযোগ অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর এন মণ্ডলের বিরুদ্ধে।
advertisement
জানা গিয়েছে, ওই পুলিশ আধিকারিক প্রার্থী সায়নী ঘোষের কাছে অভিযোগ করেন তৃণমূলের তিন চার জায়গায় জমায়েত করে বুথ ক্যাপচার করার চেষ্টা করছিল। যদিও ঘটনার কথা সম্পূর্ণ অস্বীকার করেন সায়নী। পালটা তাঁর অভিযোগ, পাশেই বিজেপির ক্যাম্প থাকলেও বে আইনীভাবে পুলিশ শুধুমাত্র তৃণমূলের ক্যাম্পেই লাঠিচার্জ করেছে। প্রসঙ্গত, সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের ২৮২ নম্বর বুথের সামনে তৃণমূলের ক্যাম্পে হানা দেওয়ার অভিযোগও উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 26, 2021 1:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC Candidate Saayoni Ghosh: পুলিশি লাঠিচার্জে উত্তপ্ত আসানসোল, ASI-র সঙ্গে ব্যাপক বচসায় জড়ালেন সায়নী ঘোষ

