Nadia News: শিক্ষকের নামে রয়েছে একাধিক অভিযোগ, প্রথম দিনই স্কুলে ঢুকতে বাধা এলাকাবাসীদের

Last Updated:

সংবাদমাধ্যমে এর আগেই এই শিক্ষকের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল আনন্দ বাস স্কুলে থাকাকালীন

স্কুলের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ এলাকাবাসীর
স্কুলের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ এলাকাবাসীর
মৈনাক দেবনাথ, নদিয়া: শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিদ্যালয়ে ঢুকতে বাধা এলাকাবাসীর। বিদ্যালয়ের গেটে তালা লাগিয়ে শিক্ষককে ঢুকতে বাধা স্কুলের অভিভাবক এবং এলাকাবাসীর। ঘটনা নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার জাহাঙ্গীরপুর প্রাইমারি স্কুলের। এলাকাবাসীর অভিযোগ সুকান্ত সুর নামে এক শিক্ষক নতুন পোস্টিং হয়ে জাহাঙ্গীরপুর প্রাইমারি স্কুলে এসেছেন। এর আগে তিনি কৃষ্ণনগর আনন্দবাস প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতেন। কিন্তু সংবাদমাধ্যমে এর আগেই এই শিক্ষকের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল আনন্দ বাস স্কুলে থাকাকালীন। এদিন যখন নতুন পোস্টিং নিয়ে সুকান্ত সুর জাহাঙ্গীরপুর প্রাইমারি স্কুলে আসেন তখন এলাকাবাসীরা বিগত দিনের খবরের কাট আউট লাগিয়ে শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান এবং তাকে স্কুলে ঢুকতে বাধা দেন।
এলাকাবাসীর দাবি এর আগে এই শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে সে কারণেই জাহাঙ্গিরপুর প্রাইমারি স্কুলে যাতে নতুন করে আবারও দুর্নীতির ঘটনা না ঘটান এই শিক্ষক এ কারণেই তাকে বিদ্যালয়ে ঢুকতে দেওয়া হবে না। তাদের দাবি এই শিক্ষককে অন্যত্র স্থানান্তরিত করতে হবে। তাদের আরও দাবী এসআই যতক্ষণ না পর্যন্ত ঘটনাস্থলে এসে সুরাহা করবেন ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন। তবে স্কুল বন্ধ রাখা বা পঠন-পাঠন বন্ধ রাখার তাদের কোনরকম ইচ্ছে নেই । তাই যতক্ষণ না পর্যন্ত এই শিক্ষকের অন্যত্র বদলি হচ্ছে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন।
advertisement
advertisement
কিন্তু জাহাঙ্গীরপুর প্রাইমারি স্কুলকে কলুষিত করতে দেবেন না। ঘটনার খবর পাওয়া মাত্রই কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। কিন্তু পুলিশের আশ্বস্ততাও মানতে চাইছেন না এলাকাবাসী তাদের দাবি বিদ্যালয় পরিদর্শক এসে সাধারণ অভিভাবক এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলুক এবং এই শিক্ষককে অন্যত্র বদলি করুক অন্যথায় তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। যদিও এই ঘটনায় মুখ খুলতে নারাজ অভিযুক্ত শিক্ষক সুকান্ত সুর।
advertisement
এরপর স্কুলের টিচার ইনচার্জ অর্চনা সরকার বিদ্যালয়ে আসলে এলাকাবাসী তাকে ঘর খুলতে নিষেধ করেন তারপর পুলিশের সঙ্গে কথা বলে স্কুলের পঠন-পাঠন শুরু করার জন্য উদ্যোগী হন স্কুলের টিচার ইনচার্জ। তিনি জানান কোন শিক্ষক আছেন কর্মক্ষেত্রে যোগ দিতে তা তার জানা নেই তার নামও তিনি জানেন না। তবে পরবর্তীতে পুলিশ এসে কথা বলার পর অভিযুক্ত শিক্ষক স্কুল থেকে চলে গেছেন এবং বর্তমানে স্কুল পঠন পাঠন শুরু করেছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: শিক্ষকের নামে রয়েছে একাধিক অভিযোগ, প্রথম দিনই স্কুলে ঢুকতে বাধা এলাকাবাসীদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement