দেশে পুরুলিয়ার নাম উজ্জ্বল করল অরুন! জানুন তার কৃতিত্ব
- Reported by:Shantonu Das
- hyperlocal
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
বাবার স্বপ্ন ছিল দেশের রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেওয়ার। 'রাষ্ট্রপতি স্কাউট পুরস্কারে' ভূষিত ছেলে।
শান্তনু দাস, পুরুলিয়া: বাবার স্বপ্ন ছিল দেশের রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেওয়ার। কিন্তু সেই স্বপ্ন বাবা পূরণ করতে না পারলেও স্বপ্নপূরণ করলেন এবার তারই সুপুত্র। বাবার দেখান পথকে অনুসরণ করেই ভারত স্কাউট’স অ্যান্ড গাইড’স -এর জগতে এবার সাফল্য বয়ে আনলেন পুরুলিয়ার ছেলে অরুন।
দিল্লির রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার পেয়ে নাম উজ্জ্বল করল পশ্চিমবঙ্গের জেলা পুরুলিয়ার। জানা যায়, দীর্ঘ ১১ বছরের নিষ্ঠা ও সামাজিক দায়বদ্ধতার স্বীকৃতি স্বরূপ \’রাষ্ট্রপতি স্কাউট পুরস্কারে\’ ভূষিত হয়েছে পুরুলিয়ার রেলশহর আদ্রার সুভাষনগর এলাকার বাসিন্দা কোনিন্দ্র নাথ বর্মার ছোট ছেলে অরুন কুমার বর্মা।
advertisement
advertisement
জানা যায়, ২০২১ সালের স্কাউট সেকসেনে রাষ্ট্রপতি পুরস্কারের পরীক্ষা হয় কলকাতায়। পরীক্ষায় অংশ নেয় দেশের বিভিন্ন প্রান্তের ছাত্র-ছাত্রীরা। আর সেই পরীক্ষায় এবার ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করে পুরুলিয়া জেলা তথা রাজ্যের নাম উজ্জ্বল করল অরুন।
মঙ্গলবার দিল্লির রাষ্ট্রপতি ভবনে তার হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
advertisement
সেখান থেকে আদ্রার সুভাষনগরের বাড়িতে ফিরতেই পুরুলিয়া জেলার বিশিষ্ট সমাজসেবী তথা পুরুলিয়া জেলা পরিষদের প্রাক্তন কো-মেন্টর জয় ব্যানার্জী অরুণকে ফুলের তোড়া দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে সম্বর্ধনা জানান। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট শিক্ষক জয়ন্ত চৌধুরী সহ অন্যান্য ব্যক্তিবর্গরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jul 25, 2025 5:29 PM IST









